Narendra Modi: চার রাজ্যে গেরুয়া ঝড়, কী বার্তা দিলেন নরেন্দ্র মোদি?
উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে সরকার গড়ছে বিজেপি। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে পরপর দু’বার সরকার গড়ছে বিজেপি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে যান নরেন্দ্র মোদি। তিনি জয়ের জন্য দলীয় কর্মী সমর্থকদের অভিনন্দন জানান।
নরেন্দ্র মোদি বলেন, ‘আজ উৎসবের দিন। এই উৎসব ভারতের গণতন্ত্রের জন্য। এই ভোটে অংশগ্রহণের জন্য প্রত্যেক ভোটারকে অভিনন্দন, কৃতজ্ঞতা। যেভাবে মা-বোন-যুব সমাজ বিজেপিকে সমর্থন করেছে, তা অভাবনীয়।''
তিনি আরও বলেন, ''ভোটের সময় বিজেপি কর্মীরা কথা দিয়েছিলেন, এবার হোলি ১০ মার্চ থেকেই শুরু হবে। আমাদের কর্মীরা সেই কথা রেখেছেন। বিজেপির সব নেতা-কর্মীদের অভিনন্দন জানাই। মানুষের মন, বিশ্বাস জয়ে নেতা-কর্মীরা সফল হয়েছেন।''
নরেন্দ্র মোদি আরও বলেন, ‘দেশ বহুবার দ্বিতীয় দফায় একই প্রধানমন্ত্রী দিয়েছে, কিন্তু প্রথমবার উত্তরপ্রদেশে পরপর দুবার কোনও মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন। গোয়ার মানুষ তৃতীয়বার সেবা করার সুযোগ দিয়েছেন। উত্তরাখণ্ডেও বিজেপি নতুন রেকর্ড করেছে।''
দেশের প্রধানমন্ত্রী আরও বলেন, ''দু’দশক ধরে মুখ্যমন্ত্রী থাকায় জানি কীভাবে মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে হয়। আমি বলেছিলাম, ১০০ শতাংশ কাজ করবে আমাদের সরকার। আমরা প্রত্যেক গরিব মানুষের কাছে পৌঁছব। ভোটের ফলাফলে মা-বোনেদের অনেক বড় অবদান রয়েছে।''
মোদি বলেন, ''যেখানে পুরুষদের তুলনা মহিলারা বেশি ভোট দিয়েছেন, সেখানেই বিজেপি বড় জয় পেয়েছে। ভারতের মা-বোনেরা নিরন্তর বিজেপিকে বিশ্বাস করছেন। তাঁরা জানেন যে সরকার তাঁদের পাশে সবসময় আছে।’''
বিরোধী দলগুলিকে কটাক্ষ করে নরেন্দ্র মোদি বলেন, ‘বিরোধীদের বলব, পুরনো কৌশল বদলে নতুন করে ভাবনাচিন্তা করুন। জাতিবাদের নামে বিরোধীরা উত্তরপ্রদেশের মানুষকে অপমান করেন। ভোটে জাত-রাজনীতির কথা বলে উত্তরপ্রদেশকে অপমান করা হয়।''
মোদি বলেন, ''এই ফলাফলে উত্তরপ্রদেশের মানুষ সেই অপমানের জবাব দিয়েছেন। জাতির গৌরব দেশকে জোড়ার জন্য, ভাঙার জন্য নয়। ২০২২-এর ফলাফল নিশ্চয় ঠিক করে দিল ২০২৪-এ কী হবে।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -