PM Modi In Prayagraj: উত্তরপ্রদেশের মেয়েরা আগের সরকারকে ক্ষমতায় ফিরতে দেবে না, দাবি মোদির
উত্তরপ্রদেশে মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে, তারা আর আগের সরকারকে ক্ষমতায় ফিরতে দেবে না। আজ প্রয়াগরাজে একটি অনুষ্ঠানে এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ প্রয়াগরাজে স্বনির্ভর গোষ্ঠীর একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এই অনুষ্ঠান থেকে স্বনির্ভর গোষ্ঠীর ১৬ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ কোটি টাকা পাঠিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, সেই মেয়েদের কিছুদিন আগে পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না। এখন তাদের কাছে ডিজিট্যাল ব্যাঙ্কিংয়ের শক্তি আছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তরপ্রদেশ সরকার মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। এই নতুন প্রকল্পের ফলেও মেয়েদের উপকার হবে।
কেন্দ্রীয় সরকারের প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর ফলেই দেশে কন্যাসন্তানের আনুপাতিক হার বেড়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার মা হতে চলা মহিলাদের যত্ন নেওয়ার উপর জোর দিচ্ছে। এই মহিলারা যাতে স্বাস্থ্যকর খাবার খেতে পারেন এবং হাসপাতালে সন্তানের জন্ম দেওয়ার সময় নিজেদের যত্ন নিতে পারেন, তার জন্য তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫,০০০ টাকা দেওয়া হচ্ছে।
স্বচ্ছ ভারত অভিযান, উজ্জ্বলা যোজনার কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাল্যবিবাহ রোখার জন্যই কেন্দ্রীয় সরকার মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার সিদ্ধান্ত নিয়েছে। মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, সমান সুযোগ পায়, সেটা নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩০ লক্ষের মতো বাড়ি তৈরি হয়েছে। তার মধ্যে মহিলাদের নামে ২৫ লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -