Cristiano Ronaldo: প্রত্যাবর্তনেই জোড়া গোল, ওল্ড ট্র্যাফোর্ড শুধুই রোনাল্ডোময়
ম্য়ান ইউয়ের জার্সিতে প্রত্যাবর্তনেই বাজিমাত ক্রিশ্চিয়ানো রােনাল্ডোর। ১২ বছর পর রেড ডেভিলসের জার্সিতে ফের খেলতে নামলেন। (সব ছবি সৌজন্যে ট্যুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউ ক্যাসেলের বিরুদ্ধে ম্যান ইউতে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন রোনাল্ডো। আর নেমেই নিজের জাত চেনালেন।
ম্যাচের প্রথমার্ধে অতিরিক্ত সময়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ালেন রোনাল্ডো।
ম্যাচে ম্যান ইউয়ের দ্বিতীয় গোলও এল রোনাল্ডোর পা থেকেই। খেলার ৬২ মিনিটের মাথায় চেরা থ্রু থেকে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে জড়ান সি আর সেভেন।
গোল পেয়েই চিরাচরিত সেলিব্রেশন। আকাশছোঁয়া লাফ। মুষ্ঠিবদ্ধ হুঙ্কার।
ম্য়াচে ম্যান ইউ ৪-১ গোলে জয় পায়। একটি গোল করেন ইংল্য়ান্ডের লিনগার্ড।
রোনাল্ডো গোল মেতেই উল্লাসে ফেটে পড়ে গোটা ওল্ড ট্র্যাফোর্ড। ঘরের ছেলে ঘরে ফিরেই গোল। সতীর্থরাও মেতে ওঠেন সি আর সেভেনকে নিয়ে।
গোল পেলেন পর্তুগালে রোনাল্ডোর সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজও। ম্যাচের ৮০ মিনিটের মাথায় গোল করলেন তিনি।
সি আর সেভেন ম্যানিয়া ম্যাঞ্চেস্টারের প্রতিটা কোনায় কোনায়। রোনাল্ডোর জার্সি পরেই খেলা দেখতে এসেছিলেন প্রচুর দর্শক।
সমর্থকদের উল্লাসের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন ওল্ড ট্র্যাফোর্ডে প্রাণভোমরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -