Cristiano Ronaldo: প্রত্যাবর্তনেই জোড়া গোল, ওল্ড ট্র্যাফোর্ড শুধুই রোনাল্ডোময়
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ছবি সৌজন্য ম্যান ইউ ট্যুইটার)
1/10
ম্য়ান ইউয়ের জার্সিতে প্রত্যাবর্তনেই বাজিমাত ক্রিশ্চিয়ানো রােনাল্ডোর। ১২ বছর পর রেড ডেভিলসের জার্সিতে ফের খেলতে নামলেন। (সব ছবি সৌজন্যে ট্যুইটার)
2/10
নিউ ক্যাসেলের বিরুদ্ধে ম্যান ইউতে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন রোনাল্ডো। আর নেমেই নিজের জাত চেনালেন।
3/10
ম্যাচের প্রথমার্ধে অতিরিক্ত সময়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ালেন রোনাল্ডো।
4/10
ম্যাচে ম্যান ইউয়ের দ্বিতীয় গোলও এল রোনাল্ডোর পা থেকেই। খেলার ৬২ মিনিটের মাথায় চেরা থ্রু থেকে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে জড়ান সি আর সেভেন।
5/10
গোল পেয়েই চিরাচরিত সেলিব্রেশন। আকাশছোঁয়া লাফ। মুষ্ঠিবদ্ধ হুঙ্কার।
6/10
ম্য়াচে ম্যান ইউ ৪-১ গোলে জয় পায়। একটি গোল করেন ইংল্য়ান্ডের লিনগার্ড।
7/10
রোনাল্ডো গোল মেতেই উল্লাসে ফেটে পড়ে গোটা ওল্ড ট্র্যাফোর্ড। ঘরের ছেলে ঘরে ফিরেই গোল। সতীর্থরাও মেতে ওঠেন সি আর সেভেনকে নিয়ে।
8/10
গোল পেলেন পর্তুগালে রোনাল্ডোর সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজও। ম্যাচের ৮০ মিনিটের মাথায় গোল করলেন তিনি।
9/10
সি আর সেভেন ম্যানিয়া ম্যাঞ্চেস্টারের প্রতিটা কোনায় কোনায়। রোনাল্ডোর জার্সি পরেই খেলা দেখতে এসেছিলেন প্রচুর দর্শক।
10/10
সমর্থকদের উল্লাসের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন ওল্ড ট্র্যাফোর্ডে প্রাণভোমরা।
Published at : 12 Sep 2021 07:54 AM (IST)