Punjab Election Result 2022: পঞ্জাবে জয়ের পর জাতীয় রাজনীতিতে মোদির বিকল্প হয়ে উঠছেন কেজরিওয়াল?
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে চার রাজ্যেই জিতেছে বিজেপি। তবে বড় চমক দিয়ে পঞ্জাবে জিতেছে আম আদমি পার্টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দুই রাজ্যে সরকার গঠনের পর জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধিতার প্রধান মুখ কি হয়ে উঠবেন অরবিন্দ কেজরিওয়াল?
পঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট করে দিলেন, এবার তাঁর লক্ষ্য জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রধান মুখ হয়ে ওঠা।
বিজেপি ও কংগ্রেস ছাড়া আম আদমি পার্টিই একমাত্র দল, যারা একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে। কংগ্রেস ও বিজেপি দু’দলের সঙ্গে লড়াই করেছে আম আদমি পার্টি।
দিল্লির বাইরে প্রথম কোনও রাজ্যে ক্ষমতা দখল করল অরবিন্দ কেজরিওয়ালের দল। পরাজিত হলেন কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা।
পাঞ্জাব বিধানসভার মোট আসন ১১৭, ম্যাজিক ফিগার ৫৯। আম আদমি পার্টি একাই ঝড় তুলল।
পঞ্জাবে ক্ষমতাচ্যুত কংগ্রেস তলানিতে পৌঁছে গেল। ধুয়ে মুছে গেল শিরোমণি অকালি দল ও বিএসপি জোট। বিজেপি-অমরিন্দর সিংহের জোটও পঞ্জাবে কোনও দাগ কাটতে পারল না।
দিল্লির ‘কম বিদ্যুৎ বিল’, ‘মহল্লা ক্লিনিক’, ‘দুর্নীতি মুক্ত প্রশাসন’-এর মডেলের আশ্বাসকে সামনে রেখে চমকপ্রদ জয় ছিনিয়ে নিল আম আদমি পার্টি।
৫০ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। নিজের সেনাপতির সঙ্গে ছবিও ট্যুইট করলেন অরবিন্দ কেজরিওয়াল।
জীবনের প্রথম নির্বাচনী পরাজয় এড়াতে পারলেন না নভজ্যোৎ সিংহ সিধু। পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হয়েও, দলকে পরাজয় ছাড়া আর কিছুই দিতে পারলেন না চরণজিৎ সিংহ চান্নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -