Uttar Pradesh Election Result 2022: উত্তরপ্রদেশে বিজেপি-র জয়, কলকাতায় উৎসব
উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি-র বিপুল জয়ের পর কলকাতাতেও উৎসবে মেতেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতায় বিজেপি সদর দফতরে মিষ্টি বিলি করা হয়। গেরুয়া মিষ্টি নিয়ে উৎসবে মেতে ওঠেন বিজেপি কর্মীরা।
গত বছর এরাজ্যে বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি বিজেপি। তারপর পুরসভা নির্বাচনেও গেরুয়া শিবিরের ভরাডুবি হয়েছে। এবার উত্তরপ্রদেশের ফলে ঘুরে দাঁড়ানোর আশায় রাজ্য বিজেপি।
উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে বিজেপির ঝড়। আর এই জয়কে হাতিয়ার করেই বাংলায় বিধানসভা ভোটের পর থেকে একের পর এক যে বিপর্যয় হচ্ছে, তা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে বঙ্গ বিজেপি।
উত্তরপ্রদেশের জয়ের উচ্ছ্বাস চোখে পড়ল বাংলায় বিজেপির অন্দরমহলে। আনন্দে মাতলেন সুকান্ত মজুমদাররা। রাজপথে বেরোল মিছিল।
‘এই জয় পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকদের মনোবল বাড়াবে। আগামী দিনে এগিয়ে যাবে। এই গেরুয়া ঝড়ের আওতা থেকে পশ্চিমবঙ্গ বাদ যাবে না। ২০২৪ এবং ২০২৬ সালে আমরা ভাল ফল করব এবং ২০২৬ সালে তৃণমূলকে এখান থেকে সরাব’, দাবি রাজ্য বিজেপি সভাপতির।
২০১৯-এর লোকসভা ভোটে বাংলায় দারুণ ফল করেছিল বিজেপি। কিন্তু ২০২১-এর বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ে মোদি-অমিত শাহের দল। দু’বছর বাদে ২০২৪ সালে লোকসভা ভোট। বিজেপি কি পারবে পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে?
তিন দশক পর উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। রেকর্ড গড়ল বিজেপি। নরেন্দ্র মোদিকে ঐতিহাসিক জয় উপহার দিলেন যোগী আদিত্যনাথ।
গতবারের থেকে আসন বাড়লেও, বিজেপির থেকে অনেক পিছনে রইল অখিলেশের সমাজবাদী পার্টি। লক্ষাধিক ভোটে জয়ী হলেন যোগী আদিত্যনাথ। বিজেপির প্রাপ্ত ভোট গতবারের চেয়েও বাড়ল।
প্রিয়ঙ্কা গাঁধীর মাটি কামড়ে লড়াইয়ের পরও উত্তরপ্রদেশে বিন্দুমাত্র দাগ কাটতে পারল না কংগ্রেস। উল্টে গতবারের চেয়েও আসন কমে গেল তাদের। একদা গড় রায়বরেলি ও অমেঠিতে একটিও আসনে জিততে পারল না কংগ্রেস।
লোকসভা ভোটের দু’বছর আগে উত্তরপ্রদেশের ভোটকে অনেকে দেখছিলেন লিটমাস টেস্ট হিসেবে। সেই পরীক্ষায় সসম্মানে উতরে গেল বিজেপি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -