Snowfall Pics: তুষারাবৃত সান্দাকফু-নাথুলা, দেখলে চোখ ফেরাতে পারবেন না

বরফের চাদরে ঢাকা সান্দাকফু-নাথুলা

1/8
বরফের চাদরে ঢাকা পড়ল সান্দাকফু। মাঝ মার্চেও তুষারপাত হল সেখানে।
2/8
তুষারাবৃত নাথুলাও। শনিবার বিকেল থেকে তুষারপাত শুরু হয়। গোটা এলাকাই বরফের চাদরের তলায়।
3/8
ডিসেম্বর মাস থেকে সান্দাকফুতে তুষারপাত হয়। তবে সাধারণত মার্চ মাসে তুষারপাত হয় না। এবার অবশ্য ব্যতিক্রমী ছবি।
4/8
প্রায় ২০ বছর পর মাঝ মার্চে তুষারপাত হল সান্দাকফু ও সংলগ্ন এলাকায়।
5/8
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লকডাউনের ফলে এবার দূষণের হার অপেক্ষাকৃত কম। সে কারণে এরকম বিরল ঘটনা ঘটে থাকতে পারে।
6/8
পর্যটকদের অবশ্য সে সব নিয়ে মাথাব্যথা নেই। তাঁরা নৈসর্গিক এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত।
7/8
এই সময় যদিও পর্যটকদের সংখ্যা কিছুটা কম এই এলাকায়।
8/8
তুষারপাতের পর তাপমাত্রার পারদও কিছুটা নিম্নমুখী।
Sponsored Links by Taboola