একবিংশ শতাব্দীর শাজাহান, স্ত্রীকে দিলেন তাজমহল উপহার
এই যুগের শাজাহান। তাজমহলের রূপে মুগ্ধ হয়ে স্ত্রীকেই উপহার দিয়ে বসলেন এক আস্ত তাজমহল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুনতে অবাক হলেও এমনই সত্যি হয়েছে। মধ্যপ্রদেশের বাসিন্দা আনন্দপ্রকাশ তাঁর স্ত্রীকে নিয়ে তাজমহল দেখতে গিয়েছিলেন।
তাজমহল দেখার পরই ঠিক করে নেন যে তেমনই একটি বাড়ি বানাবেন। আদল একেবারে যার তাজমহলের মত।
ফিরে এসে তাজমহলের স্থাপত্য নিয়ে পড়াশোনা করেন। নির্মাণশিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন।
প্রায় তিন বছরের প্রচেষ্টায় এরপরই বানিয়ে ফেলা হয় একবারে তাজমহলের মত দেখতে একটি বাড়ি।
বাড়িটির নির্মাণে যুক্ত স্থাপত্যবিদ প্রবীণ চৌকশ বলেন, বাড়িটি ৯০ বর্গমিটার প্রশস্ত, তবে এর মূল কাঠামো ৬০ বর্গমিটার জুড়ে, উচ্চতা ২৯ ফুট।
বাড়িটির দু'টি তলায় দু'টি শোওয়ার ঘর। আছে রান্নাঘর, গ্রন্থাগার ও যোগাসনের ঘর।
সিভিল ইঞ্জিনিয়াররা তাজমহলের একটি 3D ছবির ভিত্তিতে বাড়িটি তৈরি করেছেন। তিনি আশা করেছেন তাঁর বাড়িটি আগামী দিনে বুরহানপুরে যাওয়ার পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে।
স্ত্রী মঞ্জুসা চৌকসির জন্য চার ঘর বিশিষ্ট একটি ছোট্ট তাজমহল বানিয়েছেন আনন্দপ্রকাশ। যা রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রতিদিনই অসংখ্য পর্যটক ও মানুষ এই স্থাপত্য দেখতে আসেন। এই বাড়িটি এখন দর্শনীয় স্থান হয়ে গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -