Tokyo Olympics 2021: ভারতের অলিম্পিক্স ইতিহাসে সর্বাধিক পদক টোকিওয়, ওদের হাত ধরেই বিশ্বমঞ্চে খেতাব
টোকিও অলিম্পিক্সে ভারতের পদকজয়ীরা
1/10
প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে নেমেই বক্সিংয়ে ব্রোঞ্জ জিতলেন লভলিনা বড়গোহাঁই।
2/10
ভারোত্তোলনে দেশকে এবার অলিম্পিক্সের মঞ্চ থেকে রুপো এনে দিলেন মীরাবাঈ চানু
3/10
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ইতিহাস গড়ে নীরজের হাত ধরে সোনা এল ভারতের ঝুলিতে।
4/10
কুস্তিতে ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগে রুপো জিতলেন রবি দাহিয়া।
5/10
কুস্তিতে দ্বিতীয় পদক আনলেন বজরং পুনিয়া। ব্রোঞ্জ জিতলেন তিনি।
6/10
২১ বছরের খরা কাটিয়ে ভারোত্তোলনে দেশকে অলিম্পিক্স পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু।
7/10
টোকিওতেই প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে প্রথমবার খেলতে নেমেছিলেন নীরজ চোপড়া।
8/10
পুরুষদের হকিতে ভারতের ঝুলিতে এল ব্রোঞ্জ। মনপ্রীতরা হারালেন জার্মানিকে।
9/10
জ্যাভলিনে ফাইনাল রাউন্ডে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সােনা জিতলেন নীরজ।
10/10
ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন পিভি সিন্ধু। রিও অলিম্পিক্সে অবশ্য রুপো জিতেছিলেন তিনি।
Published at : 08 Aug 2021 10:03 AM (IST)