China Heavy Rain: মধ্য চিনের হেনান প্রদেশে ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ৩৩
মধ্য চিনের হেনান প্রদেশে প্রবল বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৩। এখনও পর্যন্ত নিখোঁজ আট জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩০ লক্ষেরও বেশি মানুষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্থানীয় জরুরি অবস্থা মোকাবিলা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩,৭৬,০০০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
চিনের সংবাদসংস্থা জিনহুয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির ফলে ২,১৫,২০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। এর জেরে ১২২ কোটি ইউয়ানের (১৮৮ মিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি হয়েছে।
হেনান প্রদেশের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। দুপুর দুটো পর্যন্ত আনিয়াং, হেবি, শিনজিয়াং ও জিয়াওজুর মতো শহরগুলিতে ভারী বৃষ্টি হয়েছে।
হেনান প্রদেশের আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সবমিলিয়ে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। তবে কোনও কোনও শহরে ৪০০ মিলিমিটারও ছাপিয়ে যেতে পারে বৃষ্টির পরিমাণ।
হুইশিয়ান প্রদেশ থেকে এখনও পর্যন্ত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩৭,৯৫৩ জনকে। উদ্ধারকার্যে নামানো হয়েছে ৩৯,৫৮৩ জনকে।
প্রবল বৃষ্টিতে গত কয়েকদিন হেনান প্রদেশ স্তব্ধ হয়ে থাকলেও, আজ থেকে ফের যান চলাচল শুরু হয়েছে। আজ ঝেংঝাউ শিনঝেং আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৯৭টি উড়ান যাতায়াত করেছে। গত কয়েকদিনের চেয়ে উড়ানের সংখ্যা আজ ৩১৫টি বেশি। জল জমে থাকায় এখনও বন্ধ ৬টি হাইওয়ে টোল স্টেশন। খুলে দেওয়া হয়েছে ২০৪টি টোল স্টেশন। তার মধ্যে ১৯৩টি টোল স্টেশনে আংশিকভাবে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -