PM Modi Varanasi Roadshow: উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের আগে বারাণসীতে নরেন্দ্র মোদির রোড শো
৭ তারিখ উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের আগে কাশীতে মোদির রোড শো
1/10
৭ তারিখ উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের আগে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে নরেন্দ্র মোদির রোড শো
2/10
আজ বারাণসীর মালদাহিয়া চক থেকে রোড শো শুরু করেন নরেন্দ্র মোদি
3/10
সাড়ে ৩ কিলোমিটার রাস্তায় র্যালি নরেন্দ্র মোদির
4/10
বারাণসী ক্যান্টনমেন্ট এবং উত্তর-দক্ষিণ, তিনটি বিধানসভা কেন্দ্র জুড়ে নরেন্দ্র মোদির রোড শো
5/10
রোড শো শুরু করার আগে সর্দার পটেলের মূর্তিতে মাল্য়দান করেন নরেন্দ্র মোদি
6/10
এই রোড শোয়ে বিপুল ভিড় দেখা যায়। নরেন্দ্র মোদিকে দেখার জন্য বহু মানুষ রাস্তার দু’পাশে জড়ো হন
7/10
উত্তরপ্রদেশে এবারের বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি। গেরুয়া শিবিরের আশা, ক্ষমতায় ফিরবেন যোগী আদিত্যনাথ
8/10
নরেন্দ্র মোদি এর আগেও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রচার করেছেন। শেষ দফার ভোটের আগে ফের তাঁকে প্রচারে দেখা গেল
9/10
অন্যদিকে, জৌনপুরে প্রচারে গিয়ে রাজনাথ সিংহ সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, ‘লক্ষ্মী দেবী সাইকেল, হাতিতে চড়ে বা হাত নাড়িয়ে কারও বাড়িতে যান না। তিনি শুধু পদ্মের মাধ্যমেই আসেন। বিজেপি ফের উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে প্রতি বছর হোলি ও দীপাবলিতে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে।’
10/10
মির্জাপুরে প্রচারে গিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমার সংকল্প হল, প্রতিটি গরিবের নিজের বাড়ি থাকবে। সমাজবাদী পার্টি মির্জাপুরে গরিবদের জন্য মাত্র ৮০০ বাড়ি তৈরি করেছিল। গত পাঁচ বছরে উত্তরপ্রদেশ সরকার মির্জাপুরে গরিব মানুষের জন্য় ২৮ হাজার বাড়ি তৈরি করেছে।’
Published at : 04 Mar 2022 07:03 PM (IST)