Whatsapp Update Photos: পাওয়া যাবে লগ আউটের সুবিধা, নতুন ফিচার্স আনছে হোয়াটসঅ্যাপ
তথ্য ফাঁস হওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে হোয়াটসঅ্যাপ। অনেকেই বিকল্প অ্যাপের দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহয়তো সেই কারণেই নতুন অনেক ফিচার্স আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ধরে রাখার জন্য হয়তো এই সিদ্ধান্ত তাদের। হোয়াটসঅ্যাপ থেকে যাতে লগ আউট করা যায়, সেই সংক্রান্ত ফিচার যুক্ত করা হচ্ছে।
অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই লগ আউট সংক্রান্ত ফিচার যুক্ত করার দাবি জানিয়েছিলেন। এবার সেই দাবি পূরণ করা হচ্ছে।
এতদিন মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট করার কোনও সুযোগ ছিল না। শুধু অ্যাপটি ডিলিট করে দেওয়া যেত। তবে এবার লগ আউট করা যাবে।
হোয়াটসঅ্যাপের আপডেটের বিষয়ে জানা গিয়েছে, এখন হোয়াটসঅ্যাপের নতুন বিটা ভার্সনে লগ আউটের সুযোগ রয়েছে। এই নতুন ফিচার আইওএসের পাশাপাশি অ্যান্ড্রয়েডেও পাওয়া যাবে।
আরও জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং বিজনেস ভার্সন, দু’টি ক্ষেত্রেই নতুন ফিচারের সুবিধা পাওয়া যাবে।
নতুন ফিচার চালু করার পর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার অপশন তুলে দেওয়া হবে। তার বদলেই লগ আউটের অপশন চালু হচ্ছে।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে সরকারিভাবে কিছু না জানানো হলেও, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবার মাল্টি-ডিভাইস সাপোর্ট সংক্রান্ত ফিচারও পাওয়া যাবে। অনেকেই এই ফিচার চালু করার দাবি জানাচ্ছিলেন। সেটা এবার পাওয়া যেতে পারে।
গত মাসে জানানো হয়, হোয়াটসঅ্যাপ ওয়েব সংক্রান্ত অতিরিক্ত সতর্কতার ব্যবস্থা করা হচ্ছে। সেই ঘোষণা অনুযায়ী, কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ সংযোগ করতে গেলে ফেস বা ফিঙ্গারপ্রিন্ট আনলকের সাহায্য নিতে হচ্ছে।
ভবিষ্যতে আরও অনেক বদল আসতে চলেছে হোয়াটসঅ্যাপে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -