World Refugee Day: আজ বিশ্ব উদ্বাস্তু দিবস, কেন পালিত হয় দিনটি? জেনে নিন
আজ ২০ জুন। বিশ্ব উদ্বাস্তু দিবস বা বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় এই দিনটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশরণার্থী বা উদ্বাস্তুদের অধিকার, তাদের প্রয়োজনীয় চাহিদা, তাদের নিপীড়ন, অত্যাচার ও দুর্দশার কাহিনি সম্পর্কে আলোকপাত করা হয় এই দিনটিতে।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের তথ্য অনুযায়ী ২০২১ সালে সারা বিশ্বে উদ্বাস্তুর সংখ্যা ছিল ৮৯.৩ মিলিয়ন, যা ২০২২ সালে বেড়ে ১০০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে প্রায়।
২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৫৫/৭৬ ভোটে অনুমোদিত হয় যে, ২০০১ সালে থেকে জুন মাসের ২০ তারিখ আন্তর্জাতিক উদ্বাস্তু দিবস হিসেবে পালন করা হবে।
১৯৩৯-১৯৪৫। বিশ্বযুদ্ধের সময় উদ্বাস্তুদের সংখ্যা গোটা বিশ্বের ক্রমে বেড়েই গিয়েছিল। রাজনৈতিক, অর্থনৈতিক ডামাডোলে প্রচুর মানুষ ঘরছাড়াও হয়েছিলেন সেই সময়।
এই বিশেষ দিনটি দিনটি প্রত্যেকের উদ্বাস্তু সম্প্রদায়ের জন্য উদযাপন করার। বিশ্ব উদ্বাস্তু সপ্তাহ হিসেবেও পালিত হয় এই সপ্তাহটি।
প্রত্যেক বছরই এই বিশেষ দিনটিতে জাতিসংঘের তরফে একটি বিশেষ থিম নির্বাচন করা হয়। গত বছর এই দিনটির থিম ছিল- ''আমরা একসঙ্গে শিখব, একসঙ্গে সুস্থ থাকব ও উজ্জ্বল হব।''
এই বছরও একটি বিশেষ থিম রয়েছে বিশ্ব উদ্বাস্তু দিবসে। সেই থিমটি হল - ''নিরাপত্তা চাওয়ার অধিকার''।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরবর্তী সময়ও আফ্রিকা মহাদেশে উদ্বাস্তুদের সংখ্যা ছিল ভীষণ বেশি। তৃতীয় বিশ্বের দেশগুলোয় উদ্বাস্তুদের সংখ্যা বেশি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর উদ্বাস্তুদের ছবি বিশ্বের সামনে প্রকাশ্যে এসেছিল। রাশিয়ার আক্রমণের পর হাজার হাজার ইউক্রেনীয় তাঁদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -