ABP C Voter Survey : প্রধানমন্ত্রী পদে পছন্দের কে ? সি ভোটারের সমীক্ষায় কে এগিয়ে
লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে বিরোধী দলগুলি। এ নিয়ে সব দলই প্রস্তুতি শুরু করেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি পাটনায় বৈঠকে বসে বিরোধীরা। আপ-কংগ্রেসের মধ্যে অল্পবিস্তর দ্বন্দ্ব থাকলেও, বৈঠক শেষে ঐক্যের বার্তা দিয়েছে বিরোধী-শিবির। যদিও অদূর ভবিষ্যতে এই ছবি স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ, তারা শেষমেশ বিজেপির বিরুদ্ধে একমঞ্চে আসতে পারবে কি না।
এই পরিস্থিতিতে এবিপি নিউজের জন্য একটি সমীক্ষা চালিয়েছে সি-ভোটার। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, প্রধানমন্ত্রী পদের জন্য কে পছন্দের ?
তাতে বেশিরভাগ মানুষই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়েছেন। সমীক্ষায় যোগ দেওয়া ৫৭ শতাংশ মানুষ বলছেন, তাঁদের প্রথম পছন্দের মোদি।
সমীক্ষায় প্রত্যাশিত মতই উঠে এসেছে রাহুল গাঁধীর নাম। 'ভারত জোড়ো যাত্রা'-র সাফল্যের পর কর্ণাটকে কংগ্রেসের বিশাল জয়লাভে আশায় বুক বাঁধছেন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের আশা, আগামীদিনে ফের লোকসভা নির্বাচনে রাহুলকে সামনে রেখে লড়বে দল।
কিন্তু, রাহুলকে কত মানুষ প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন ? পরিসংখ্যান অনুযায়ী, কংগ্রেস নেতা রাহুল গাঁধী দ্বিতীয় পছন্দের। প্রধানমন্ত্রী মোদির পর অধিকাংশ মানুষই চাইছেন, প্রধানমন্ত্রী হোক রাহুল। ১৮ শতাংশ মানুষ রাহুলকে প্রধানমন্ত্রী পদে পছন্দের কথা জানিয়েছেন।
সমীক্ষায় প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছে উত্তরপ্রদেশের দুই বারের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের নামও।
সমীক্ষায় অনুযায়ী, যোগী আদিত্যনাথকে ৮ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী পদে পছন্দ বলে জানিয়েছেন।
সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩ শতাংশ মানুষ বলেছেন যে, তাঁরা চান দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হন।
এবিপি নিউজের সি-ভোটারের সমীক্ষায় এমন অনেকেই রয়েছেন যাঁরা প্রধানমন্ত্রী হিসেবে এই নেতাদের কারও নাম নেননি। প্রধানমন্ত্রী পদে অন্যদের পছন্দের কথা জানিয়েছেন ১৪ শতাংশ ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -