Bharat Jodo Yatra : 'ভারত জোড়ো' যাত্রায় হাঁটলেন আদিত্য ঠাকরে, রাহুলের সঙ্গে আলিঙ্গন

শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও রাহুল গাঁধীর নেতৃত্বে চলা কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রায় অংশ নিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
রাহুলের সাথে হিঙ্গোলি জেলার যাত্রায় অংশ নেন আদিত্য।

এনসিপি প্রধান শরদ পাওয়ারও এই যাত্রায় যোগ দেওয়ার কথা জানালেও, তিনি যোগ দিতে পারেননি।
যাত্রা চলাকালীন রাহুল গাঁধী ও আদিত্য ঠাকরে মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।
যাত্রায় আদিত্য ঠাকরেকে রাহুলকে আলিঙ্গন করতে দেখা যায়।
ভারত জোড়ো যাত্রায় আদিত্য ঠাকরে যোগ দেওয়ার পর, শিবসেনা নেতা সঞ্জয় রাউত ট্যুইট করেন, 'ভারতে যোগ দিন...দুই শক্তিশালী তরুণ নেতা..একসাথে।'
রবিবার মহারাষ্ট্রে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' একদিনের বিরতি নিয়েছে।
সোমবার এটি হিঙ্গোলি জেলার কালামানুরি থেকে ওয়াশিমের উদ্দেশ্যে রওনা হবে।
রাহুল মহারাষ্ট্রে যাত্রার ষষ্ঠ দিনে শনিবার রাতে কালামানুরিতে একটি জনসভায় ভাষণ দেন। সেখানে দেশে বেকারত্বের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি।
তামিলনাড়ু, কেরল, কর্ণাটকের মতো দক্ষিণের রাজ্যগুলি হয়ে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা মহারাষ্ট্রে পৌঁছেছে। এখন পর্যন্ত দেশের ছয়টি রাজ্য পেরিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -