Aero India 2023: নীল আকাশে ভারতীয় যুদ্ধবিমানের কেরামতি! কপ্টারের নিখুঁত উড়ান
আকাশে যুদ্ধবিমানের কেরামতি। কোথাও কপ্টারের নিখুঁত উড়ান। কোন বিমানের বিশেষত্ব কী? এমনই নানা প্রশ্নের উত্তর সামনে এসেছে Aero India-তে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২৩ সালের Aero India- ১৪তম অনুষ্ঠান। বেঙ্গালুরুতে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ১৩ ফেব্রুয়ারি আয়োজিত হয় এটি।
এই বিমান-প্রদর্শনী গোটা মহাদেশের মধ্যে অন্যতম বড় বিমান-প্রদর্শনী বলে দাবি।
অন্তত ৮০টি দেশের তরফে এই অনুষ্ঠানে যোগ দেওয়া হয়েছে। PIB-একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অন্তত ৮০০টি সংস্থা এতে অংশ নিয়েছে। যার অধিকাংশই ভারতীয় সংস্থা।
এয়ারবাস, বোয়িং, দাঁসো অ্যাভিয়েশন, লকহেড মার্টিন, ইজরায়েল এয়ারোস্পেস এজেন্সি, এইচসি রোবোটিকস, HAL-এর মতো একাধিক বৃহৎ সংস্থা এই প্রদর্শনীতে যোগ দিয়েছে।
নীল আকাশে এদিন চোখধাঁধানো কেরামতি দেখিয়েছে একাধিক বিমান। কোথাও লাইট কমব্যাট হেলিকপ্টারকে দেখা গিয়েছে স্টান্স দেখাতে।
দেশীয় প্রযুক্তি ও পদ্ধতিতে তৈরি বিভিন্ন যান্ত্রিক অনুষঙ্গের প্রদর্শনী হবে এতে। মূলত বিদেশি বিনিয়োগ ও অংশীদারিত্ব টানতেই এই উদ্যোগ।
এদিন 'এয়ারো ইন্ডিয়া ২০২৩' উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এর ফলে ভারতের শক্তি ও আকাঙ্খার নতুন দিকগুলি তুলে ধরা যাবে।
ভারতীয় যুদ্ধবিমান ছাড়াও মার্কিন যুদ্ধবিমান ও অন্য দেশের বিমানের মহড়াও দেখা যাবে বেঙ্গালুরুর আকাশে।
এদিন ভারতের বৃহত্তম এয়ারোস্পেস ও ডিফেন্স এগজিবিশন-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: AP
- - - - - - - - - Advertisement - - - - - - - - -