Valentines Day 2023:তুমুল ব্যস্ততার মধ্যে ডেটিং? হতেই পারে
How To Find A Right Partner: সপ্তাহটা যেন চোখের পলকে কেটে যায়। আর সবেধন নীলমণি ছুটির দিন? বাড়ির কাজ ও কিছুটা বিশ্রামও তো জরুরি।এত ব্যস্ততার ফাঁকে ডেটিং, পছন্দের মানুষ খোঁজা ও তাঁর সঙ্গে কথা বলা?
তুমুল ব্যস্ততার মধ্যে ডেটিং? হতেই পারে
1/8
সপ্তাহটা যেন চোখের পলকে কেটে যায়। আর সবেধন নীলমণি ছুটির দিন? বাড়ির কাজ ও কিছুটা বিশ্রামও তো জরুরি।
2/8
এত ব্যস্ততার ফাঁকে ডেটিং, পছন্দের মানুষ খোঁজা ও তাঁর সঙ্গে কথা বলা? অনেকেরই হয়তো সময় কুলোয় না।
3/8
কিন্তু প্রত্যেক দিনের তুমুল ব্যস্ততটাই যদি ডেটিং না করার একমাত্র করার হয়ে থাকে তা হলে, উপায় রয়েছে।
4/8
কয়েকটি নির্দিষ্ট নিয়ম নিজের মনে মেনে চলুন। প্রথমত, এমন একটা শিডিউল তৈরি করা দরকার যেটি কিছু নমনীয় হবে।
5/8
ডেটিং মানে আপনাকে সেখানেও কিছুটা সময় দিতে হবে। তাই শিউিউলের একাংশ একটু নমনীয় রাখলে ভাল, যাতে প্রয়োজন মতো তা ব্যবহার করা যায়।
6/8
সব সময় ডেটিং মানেই যে দুরন্ত কোনও রেস্তোরাঁ বা কফি শপে আড্ডা, এরকম নাও হতে পারে।
7/8
অনেক সময় ট্রেকিং, সোলো ট্রিপ-জাতীয় অ্য়াকটিভিটির সময়ও কাছের মানুষটির সঙ্গে আপনার আলাপ হয়ে যেতে পারে। তাই সেগুলির জন্যও সময় দরকার।
8/8
সঙ্গীর থেকে কী প্রত্যাশা করছেন ও তাঁর কতটা প্রত্যাশা আপনি পূরণ করতে পারবেন, পরিষ্কার রাখা ভাল। এতে ভুল বোঝাবুঝি এড়ানো যায়। তুমুল ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাওয়া যায়, সেটিও ভালো কাটে। (ছবি:PIXABAY)
Published at : 13 Feb 2023 06:04 PM (IST)