Valentines Day 2023:তুমুল ব্যস্ততার মধ্যে ডেটিং? হতেই পারে
সপ্তাহটা যেন চোখের পলকে কেটে যায়। আর সবেধন নীলমণি ছুটির দিন? বাড়ির কাজ ও কিছুটা বিশ্রামও তো জরুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএত ব্যস্ততার ফাঁকে ডেটিং, পছন্দের মানুষ খোঁজা ও তাঁর সঙ্গে কথা বলা? অনেকেরই হয়তো সময় কুলোয় না।
কিন্তু প্রত্যেক দিনের তুমুল ব্যস্ততটাই যদি ডেটিং না করার একমাত্র করার হয়ে থাকে তা হলে, উপায় রয়েছে।
কয়েকটি নির্দিষ্ট নিয়ম নিজের মনে মেনে চলুন। প্রথমত, এমন একটা শিডিউল তৈরি করা দরকার যেটি কিছু নমনীয় হবে।
ডেটিং মানে আপনাকে সেখানেও কিছুটা সময় দিতে হবে। তাই শিউিউলের একাংশ একটু নমনীয় রাখলে ভাল, যাতে প্রয়োজন মতো তা ব্যবহার করা যায়।
সব সময় ডেটিং মানেই যে দুরন্ত কোনও রেস্তোরাঁ বা কফি শপে আড্ডা, এরকম নাও হতে পারে।
অনেক সময় ট্রেকিং, সোলো ট্রিপ-জাতীয় অ্য়াকটিভিটির সময়ও কাছের মানুষটির সঙ্গে আপনার আলাপ হয়ে যেতে পারে। তাই সেগুলির জন্যও সময় দরকার।
সঙ্গীর থেকে কী প্রত্যাশা করছেন ও তাঁর কতটা প্রত্যাশা আপনি পূরণ করতে পারবেন, পরিষ্কার রাখা ভাল। এতে ভুল বোঝাবুঝি এড়ানো যায়। তুমুল ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাওয়া যায়, সেটিও ভালো কাটে। (ছবি:PIXABAY)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -