Crack Crisis In Chamoli:জোশীমঠের পর এবার ফাটল কর্ণপ্রয়াগের বহু বাড়িতে
জোশীমঠে জমি বসে যাওয়ার স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফাটল দেখা দিল উত্তরাখণ্ডের কর্ণপ্রয়াগে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচামোলি জেলার কর্ণপ্রয়াগে মিউনিসিপ্যালিটির বহু আবাসনে ফাটল ঘিরে স্বাভাবিক ভাবেই আতঙ্কে স্থানীয়রা।
উত্তরাখণ্ডের পাহাড়ি শহর ও মফঃস্বল এলাাকগুলিতে মাটি বসে যাওয়া, ফাটলের মতো বিপর্যয় যেন বেড়েই চলেছে।
জোশীমঠের স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই কর্ণপ্রয়াগের ঘটনা। আতঙ্কের চোরাস্রোত বাসিন্দাদের মধ্যে।
সিতারগঞ্জের বিধায়ক সৌরভ বহুগুনা এর মধ্যেই আবার বলেন, জোশীমঠের আশপাশের এলাকার মাটিও বসে যেতে শুরু করেছে।
কর্ণপ্রয়াগের খবরে যখন নতুন করে চাঞ্চল্য ছড়াচ্ছে, তখনই জানা গেল জোশীমঠের বিপজ্জনক হোটেল ও বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য়ে মঙ্গলবারই দুটি হোটেল ভেঙে ফেলার কথা জোশীমঠে। পুরো প্রক্রিয়া দেখবেন রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা।
কিন্তু কর্ণপ্রয়াগের ঘটনায় নতুন করে রক্তচাপ বাড়ছে প্রশাসনের। কোন দিক সামলাবেন তাঁরা? (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -