Dal Price Hike : টমেটোর আকাশ ছোঁয়া দামের পর চড়তে চলেছে ডালের দামও ! কত বাড়বে ?
Dal Price Hike : রোজকার খাবার থেকে টমেটো কমসম করা গেলেও, ডাল ? সেটা কি বাদ দেওয়া যায় ?
চড়তে চলেছে ডালের দামও?
1/9
আগুন বাজার। সবজিতে হাত দিলেই লাগছে ছ্য়াঁকা। গত এক সপ্তাহ আচমকা অনেকটাই বেড়েছে সবজির দাম।
2/9
ঝিঙে, পটল, শসা, ঢ্যাঁড়শ থেকে টমোটো , সবই মহার্ঘ্য । লঙ্কার দামেও খুব ঝাঁঝ।
3/9
রেসিপি থেকে টমেটো বাদ দিচ্ছেন বহু হোটেল-রেস্তরাঁ। কিন্তু রোজকার খাবার থেকে টমেটো কমসম করা গেলেও, ডাল ? সেটা কি বাদ দেওয়া যায় ?
4/9
ভারতে ডালের দাম ইতিমধ্যেই বেড়ে চলেছে। এই বছর ১০ শতাংশ বেড়েছে ডালের দাম এবং আরও বাড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ডালের মূল্যবৃদ্ধি থামবে না।
5/9
Ministry of Statistics and Programme Implementation এর বুধবার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ভারতের consumer price index ভিত্তিক মূল্যস্ফীতি জুনে ৪.৮১ শতাংশ। যা তিন মাসের সর্বোচ্চ। মে মাসে ছিল ৪.৩ শতাংশ ।
6/9
বর্ষাকালে সবজির দাম চড়চড় করে চড়েছে। সে নিয়ে আলোচনাও হচ্ছে বিস্তর। কিন্তু এ বছর ডালের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। রেটিং এজেন্সি ক্রিসিলের মতে, গত পাঁচ মাসে ডালের মূল্যস্ফীতির হার প্রায় দ্বিগুণ ।
7/9
ডাল, রুটি এবং ভাত ভারতে বেশিরভাগ মানুষের রোজকার খাবারের মধ্যে পড়ে। অনিয়মিত বর্ষা ও সেই সঙ্গে El Nino effect এর ফলে ইতিমধ্যে চালের দাম ১০ শতাংশ বেড়েছে এবং গমের দাম বেড়েছে শতাংশ । এরপর যদি ডালের দাম বৃদ্ধি পায়, তাহলে সাধারণ মানুষের কীভাবে চলবে ?
8/9
যাঁরা রোজ মাছ-মাংস খেতে পারেন না, তাঁরা অনন্ত প্রোটিনের উৎস হিসেবে ডাল খান বাটি ভরে।
9/9
পকেটে টান পড়ায় সাধারণ মানুষকে সবজি বাজারে কাটছাঁট করতে হচ্ছে। স্কুলের মিড-ডে মিল এবং সরকারি বিভিন্ন খাদ্য কর্মসূচিরও একটি অংশ ডাল। সেই ডালের দাম বাড়লে সাধারণ মানুষের পেটে টান পড়বে, তা বলাই বাহুল্য।
Published at : 14 Jul 2023 04:04 PM (IST)