Agnipath Protest: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় অগ্নিগর্ভ দেশ, বাতিল একাধিক ট্রেন, সেকেন্দ্রাবাদে মৃত এক
অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি দেশ জুড়ে। একাধিক রাজ্যে আগুন দেওয়া হয়েছে ট্রেনে। চলছে রেল অবরোধও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিহারের সমস্তিপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হামলায় যোগ দেন।
উত্তরপ্রদেশের বালিয়ায় ট্রেনে আগুন দেওয়া হয়। বিক্ষোভের আগুন বিহার, উত্তরপ্রদেশ থেকে ছড়িয়েছে তেলঙ্গানাতেও। সেকেন্দ্রাবাদে ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
তেলঙ্গনার সেকেন্দ্রাবাদে বিক্ষোভের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত ব্যক্তি ওয়ারাঙ্গলের বাসিন্দা। অভিযোগ, বিক্ষোভকারীদের লক্ষ্য করে ১৭ রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। গুলিতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রাজধানীতেও অগ্নিপথ বিক্ষোভের আঁচ। দিল্লির বিভিন্ন জায়গায় অবিলম্বে প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।
আম আদমি পার্টির ছাত্র সংগঠন ছাত্র-যুব সংঘর্ষ সমিতি আজ অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ দেখায় বিভিন্ন জায়গায়। পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।
রেল সূত্রে খবর, ৬টি বগি আগুনে পুড়ে গেছে। সমস্তিপুরেই দ্বিতীয় একটি ট্রেন, বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসেও আগুন দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত হয় বগি।
বিহারের লখিসরাইয়েও বিক্রমশীলা এক্সপ্রেসে আগুন দেয় বিক্ষোভকারীরা। যাত্রীরা কোনওরকমে বেরিয়ে আসেন বলে পুলিশ সূত্রে খবর। আগুনে ট্রেনের চারটি কামরার ক্ষতি হয়েছে। বিহারের সুপৌলে আগুন দেওয়া হয় ট্রেনে। বখতিয়ারপুরেও একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
রেল সূত্রে খবর, বিক্ষোভের জেরে দেশে ৩৫টি ট্রেন বাতিল করা হয়েছে। ২০০টি ট্রেনের পরিষেবায় বিঘ্ন ঘটেছে। ১৩টি ট্রেনের রুট কাটছাঁট করা হয়েছে। রাজ্যেও ২টি ট্রেন বাতিল করতে হয়েছে। ৮টি ট্রেনের কাটছাঁট করা হয়েছে রুট।
বিহারের উপ মুখ্যমন্ত্রী রেণু দেবীর বেতিয়ার বাড়িতে হামলা চালান চাকরিপ্রার্থী বিক্ষোভকারীরা। যদিও ঘটনার সময় রেণু দেবী পাটনায় ছিলেন। হামলায় বেতিয়ার বাড়ির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রেণু দেবীর ছেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -