রণবীরের বাড়ির পাশে কিনেছেন ফ্ল্যাট, সাজাতে ব্যস্ত আলিয়া

1/8
বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও কাজ করতে চান তিনি।
2/8
এখন তিনি হায়দরাবাদের এস এস রাজামৌলীর রাইজ অ্যান্ড রিভোল্ট ছবির শ্যুটিং করছেন।
3/8
কমপ্লেক্সের ছ’তলায় ফ্ল্যাট কিনেছেন আলিয়া। দাম পড়েছে ৩২ কোটির মত।
4/8
বাবা মহেশ ভট্ট ও মা সোনি রাজদানের সঙ্গে জুহুর বাড়িতে থাকতেন তিনি।
5/8
আলিয়া যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে ঘরের দেওয়াল সাদা রঙের।
6/8
পরিচালক বিকাশ বহেলের স্ত্রী রীচা তাঁর ফ্ল্যাটের ইন্টিরিয়র ডিজাইন করেছেন, দিয়েছেন ভিন্টেজ লুক।
7/8
এখন তিনি সেই ফ্ল্যাট সাজাচ্ছেন মনের মত করে।
8/8
প্রেমিক রণবীর কপূরের বাড়ির পাশে নতুন ফ্ল্যাট কিনলেন আলিয়া ভট্ট।
Sponsored Links by Taboola