Air Pollution: ভয়াবহ দূষণ দিল্লিতে, দীপাবলিতে বাজি পোড়ানোর পর বাড়ল উদ্বেগ
দূষণে ভয়াবহ অবস্থা রাজধানীর (Air Pollution)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppCPCB-র তথ্য অনুযায়ী পরিসংখ্যান বলছে, সোমবার বিশ্বের অন্যতম দূষিত শহর ছিল দিল্লি
মঙ্গলবার সকালে রাজধানীর একাধিক এলাকায় বাতাসের গুণগত মান ফের উদ্বেগ বাড়িয়েছে।
মূলত রবিবার থেকেই গোটা রাজধানীতে বাজি পুড়িয়ে দীপাবলি উদযাপন করা হয়। আর যা নিয়ে ইতিমধ্যেই একের অপরের বিরুদ্ধে দোষারপ করেছে আম আদমী পার্টি এবং ভারতীয় জনতা পার্টি।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী তথ্য বলছে, সোমবার ছিল ৩৫৮ ।
মঙ্গলবার ভোর ৫ টায় ৪০০ এর ঘর পার করে। AQI গিয়ে দাঁড়ায়, ৪২২তে।
CPCB এর তথ্য অনুযায়ী, নয়ডা এয়ার কোয়ালিটি ইনডেক্স গিয়ে দাঁড়িয়েছে, ৪০৬-এ।
তবে শুধু রাজধানী এলাকাতেই নয়, দ্বারকাতেও বায়ু দূষণ এবার উদ্বেগ বাড়িয়েছে।
মঙ্গলবার টক্সিক আবহাওয়ার মধ্য়েই সূর্যোদয় হয়েছে হরিয়ানার গুরুগ্রামেও। এয়ার কোয়ালিটি ইনডেক্স গিয়ে দাঁড়িয়েছে, ৪৩০এ।
স্বাভাবিকভাবেই প্রতিবছরের মতো যাতে এবছরও বিপদজ্জনক স্মৃতি আর না ফেরে, সেজন্য আগাম খেয়াল রাখছে দিল্লি প্রশাসন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -