Amarnath Yatra: ফাঁকা বেস-ক্যাম্প, অমরনাথে পুণ্যার্থীরা কোথায়?

Where Is The Pilgrim: দুবছর বন্ধ থাকার পর গত ৩০ জুন চালু হয়েছিল অমরনাথ-যাত্রা। চলার কথা আগামী ১১ আগস্ট পর্যন্ত। কিন্তু পুণ্যার্থীর সংখ্যা এতটাই কম যে গত দুদিন যাত্রা বন্ধ রাখতে হয়েছে।

অমরনাথ-যাত্রার বাকি কয়েক দিনে কি এই ছবি আর দেখা যাবে?

1/8
দু'বছর বন্ধ থাকার পর গত ৩০ জুন চালু হয়েছিল অমরনাথ-যাত্রা। চলার কথা আগামী ১১ আগস্ট পর্যন্ত।
2/8
কিন্তু পুণ্যার্থীর সংখ্যা এতটাই কম যে গত দুদিন যাত্রা বন্ধ রাখতে হয়েছে, জানাল সংবাদসংস্থা পিটিআই।
3/8
প্রথম দিকে রেকর্ড ভিড় হচ্ছিল পুণ্যার্থীদের। কিন্তু গত ২ আগস্ট জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা পুণ্যার্থীদের কাছে ৫ আগস্টের মধ্যে দর্শন সেরে আসার আবেদন জানিয়েছিলেন।
4/8
তার পর থেকে ভগবতী নগর বেসক্যাম্পের অবস্থা অবস্থা কার্যত খণ্ডহরের মতো। লোকজন নেই, জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন কমিউনিটি কিচেনের উদ্যোক্তারা।
5/8
এ বছর মেঘভাঙা বৃষ্টির জেরে বড়সড় বিপর্যয়ের সাক্ষী থেকেছে অমরনাথ-দর্শনে আসা পুণ্যার্থীদের একাংশ।
6/8
গত ৮ জুলাইয়ের ওই ঘটনায় ভেসে গিয়েছিল পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। প্রথম দিনেই ১৫ জনের মৃত্যুর খবর আসে।
7/8
তারপরে সাময়িক ভাবে যাত্রা স্থগিতও করে দেওয়া হয়। কিন্তু ফের প্রতিকূল আবহাওয়ার ভ্রুকুটিই কি ভয় দেখাল পুণ্যার্থীদের?
8/8
উত্তর স্পষ্ট নয়। প্রশাসন শুধু জানিয়েছে, যাত্রা শেষ হওয়ার আগে পুণ্যার্থীদের আরও একটি ব্যাচ পাঠানো হতে পারে।
Sponsored Links by Taboola