Amarnath Yatra: ফাঁকা বেস-ক্যাম্প, অমরনাথে পুণ্যার্থীরা কোথায়?
দু'বছর বন্ধ থাকার পর গত ৩০ জুন চালু হয়েছিল অমরনাথ-যাত্রা। চলার কথা আগামী ১১ আগস্ট পর্যন্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু পুণ্যার্থীর সংখ্যা এতটাই কম যে গত দুদিন যাত্রা বন্ধ রাখতে হয়েছে, জানাল সংবাদসংস্থা পিটিআই।
প্রথম দিকে রেকর্ড ভিড় হচ্ছিল পুণ্যার্থীদের। কিন্তু গত ২ আগস্ট জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা পুণ্যার্থীদের কাছে ৫ আগস্টের মধ্যে দর্শন সেরে আসার আবেদন জানিয়েছিলেন।
তার পর থেকে ভগবতী নগর বেসক্যাম্পের অবস্থা অবস্থা কার্যত খণ্ডহরের মতো। লোকজন নেই, জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন কমিউনিটি কিচেনের উদ্যোক্তারা।
এ বছর মেঘভাঙা বৃষ্টির জেরে বড়সড় বিপর্যয়ের সাক্ষী থেকেছে অমরনাথ-দর্শনে আসা পুণ্যার্থীদের একাংশ।
গত ৮ জুলাইয়ের ওই ঘটনায় ভেসে গিয়েছিল পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। প্রথম দিনেই ১৫ জনের মৃত্যুর খবর আসে।
তারপরে সাময়িক ভাবে যাত্রা স্থগিতও করে দেওয়া হয়। কিন্তু ফের প্রতিকূল আবহাওয়ার ভ্রুকুটিই কি ভয় দেখাল পুণ্যার্থীদের?
উত্তর স্পষ্ট নয়। প্রশাসন শুধু জানিয়েছে, যাত্রা শেষ হওয়ার আগে পুণ্যার্থীদের আরও একটি ব্যাচ পাঠানো হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -