Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Buzz Aldrin: চন্দ্রপৃষ্ঠে পা রাখা দ্বিতীয় মানুষ, ৯৩ বছরে পৌঁছে হাতে ‘চাঁদ’ পেলেন অলড্রিন
চাঁদের বুকে পা রাখা দ্বিতীয় মানুষ তিনি। ২০ জানুয়ারি ৯৩তম জন্মদিন ছিল তাঁর। আর ওই দিনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহাকাশচারী এডুইন বাজ় অলড্রিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ বছর ৯৩তম জন্মদিনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অলড্রিন। বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিকা অ্যাঙ্কা ফওর-কে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে চার হাত এক হল তাঁদের।
নিজেই ট্যুইটারে বিয়ের ঘোষণা করলেন অলড্রিন। শনিবার ট্যুইটারে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছেন বলে জানালেন।
অলড্রিনের ওই পোস্ট সামনে আসা মাত্রই তা ভাইরাল হয়ে গিয়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ লক্ষ অনুরাগী। ্নেকে আবার রসিকতা করে লিখেছেন, ‘হাতে চাঁদ পেলেন যে’!
এর আগে, তিন বার বিবাহবন্ধনে আবদ্ধ হন অলড্রিন। ১৯৫৪ সালে জোন আর্চারকে বিয়ে করেন। একসঙ্গে স্নাতকোত্তর স্তরে পড়তেন তাঁরা।
এর পর ১৯৭৫ সালে বেভারলি ভ্যান জিলকে বিয়ে করেন অলড্রিন। ১৯৭৮ সালে তাঁদের দাম্পত্যে ইতি পড়ে।
এর পর তৃতীয় বার লোয়ি ড্রিগস ক্যাননের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অলড্রিন। ১৯৮৮ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু ২০১২ সালে ইতি পড়ে সেই বিয়েতেও।
ছেলেমেয়েদর সঙ্গে আইনি টানাপোড়েনেও জড়িয়ে পড়েন অলড্রিন। তিনি আলঝাইমার্স-এর রোগী বলে দাবি করে পরিবার। বন্ধু-বান্ধবরা পরিবার থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে বলে দাবি করা হয়।
এর পাল্টা তাঁর টাকা-পয়সা ছেলে-মেয়েরা হাতিয়ে নিচ্ছেন বলে পাল্টা মামলা করেন অলড্রিন। ছেলেমেয়েদের হাত থেকে সবকিছুর নিয়ন্ত্রণ কেড়ে নেওয়াল আবেদন জানান। মামলা আরও জটিল হলে অলড্রিনের ছেলেমেয়েরা মামলা তুলে নেন।
অলড্রিন আমেরিকার রিপাবলিকান পার্টির সমর্থক। জর্জ বুশের হয়ে একসময় নির্বাচনী প্রচারেও যোগ দেন তিনি। এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রচারসভাতেও দেখা গিয়েছে তাঁকে।
১৯৬৯ সালে অ্যাপোলো ১১-র চন্দ্রাভিযানে শামিল ছিলেন অলড্রিন। ওই অভিযানে তাঁর সঙ্গী ছিলেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন আর্মস্ট্রং। তার পর অলড্রিন। ১৯৭১ সালে অবসর গ্রহণ করেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -