Whatsapp Features: হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে অরিজিনাল কোয়ালিটির ছবি, কবে আসছে নতুন ফিচার?
বেশ কয়েকটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকটি ফিচার হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা আপডেটে লক্ষ্যও করা গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুমান, এইসব ফিচার (Whatsapp Features) সমস্ত ইউজারদের জন্য চালু হতে আর বেশি দেরি নেই। এই তালিকাতেই রয়েছে হোয়াটসঅ্যাপের দুর্দান্ত একটি ফিচার।
শোনা যাচ্ছে, এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপে অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানো সম্ভব হবে। অর্থাৎ হাই কোয়ালিটির ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে।
উল্লেখ্য, ছবি পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ যথেষ্ট জনপ্রিয় মাধ্যম। বিশ্বের এক প্রান্তের ছবি নিমেষে অন্যত্র পৌঁছে যায় হোয়াটসঅ্যাপের সাহায্যে।
তবে এক্ষেত্রে ছবির গুণমান কিছুটা খারাপ হয়, নষ্ট হয়ে যায়। কিন্তু নতুন ফিচার চালু হলে আর সেই সমস্যা থাকবে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও একদম অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানো সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo- র তরফে জানানো হয়েছে এই নতুন ফিচার চালু হলে যখন ইউজার কনট্যাক্টে লিস্টে থাকা কাউকে ছবি পাঠাতে যাবেন, তখন ছবি শেয়ার করার আগে দেখা যাবে একটি ফটো কোয়ালিটি অপশন।
একটি স্ক্রিনশটও শেয়ার করেছে WaBetaInfo। সেখানে দেখা গিয়েছে, এই ফটো কোয়ালিটির আইকন থাকবে স্ক্রিনের উপরের দিকে। এর পাশাপাশি থাকবে আরও অনেক টুল।
এর থেকে বোঝা যাচ্ছে, কোনও ইউজার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অরিজিনাল কোয়ালিটির ছবি শেয়ার করতে চাইলে তাঁকে ওই নির্দিষ্ট ছবির কোয়ালিটি সেটিংস পরিবর্তন করতে হবে।
এর ফলে ছবির গুণমান ভাল হবে এবং তা শেয়ার করা যাবে। তবে এক্ষেত্রে এখনকার তুলনায় বেশি পরিমাণ ডেটা খরচ হবে। কারণ ভাল কোয়ালিটির ছবি পাঠাতে এবং ডাউনলোড হতে বেশি পরিমাণ ডেটা প্রয়োজন হয়।
Android 2.23.2.11 beta update- এর ক্ষেত্রে এই নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে। তবে এখনও এই ফিচার লঞ্চের সঠিক সময় জানা যায়নি। যদিও অনুমান, খুব তাড়াতাড়ি এই ফিচার চালু হবে সমস্ত ইউজারদের জন্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -