Adani Group: আদানিকে পুজো করা উচিত, সংসদে বলেছিলেন বিজেপি সাংসদ, কর্মসংস্থানে কে কোথায়
কিন্তু বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। বিজেপি-র নেতা-সাংসদদের দাবি, দেশের মানুষের কর্মসংস্থানে বড় ভূমিকা রয়েছে আদানি গোষ্ঠীর। কিন্তু দেশের মানুষের কর্মসংস্থানে আদানি গোষ্ঠীর ভূমিকা নেই বললে চলে। প্রথম দশে থাকা তো দূর, সর্বাধিক কর্মসংস্থান হয় যে সমস্ত সংস্থায়, তাদের ধারেকাছেও নেই আদানি গোষ্ঠী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানে সবচেয়ে এগিয়ে রয়েছে টাটা গোষ্ঠী। টাটার বিভিন্ন সংস্থায় সবমিলিয়ে প্রায় ৯ লক্ষ মানুষ কর্মরত। দেশ-বিদেশের অন্য তাবড় সংস্থা যখন কর্মী ছাঁটাই করছে, সেই সময় টাটা জানিয়েছে, কোনও কর্মিছাঁটাই হবে বরং বছর শেষে যেমন বেতন বাড়ে, এ বারও মিলবে।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনফোসিস। দেশের অন্যতম জনপ্রিয় তথ্যপ্রযুক্তি সংস্থা। সেখানে কর্মরত সাড়ে ৩ লক্ষের কাছাকাছি।
সেই নিরিখে আদানি গোষ্ঠীর ওয়েবসাইটে গেলে চোখ ছানাবড়া হয়ে যেতেই পারে। রাতারাতি বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তিতে পরিণত হওয়া গৌতম আদানির সংস্থায় কর্মরত প্রায় ২৩ হাজার। তালিকায় প্রথম ২৫টি সংস্থার মধ্যে জায়গাই হয়নি আদানি গোষ্ঠীর।
অন্য দিকে, আমুলের মতো সমবায় সংস্থায় প্রায় ৩৬ লক্ষ মানুষ কর্মরত। দরিদ্র কৃষক পরিবার এই সংস্থার উপর নির্ভরতা সবচেয়ে বেশি। ভারতীয় রেলে কর্মরত প্রায় ১২.৫ লক্ষ মানুষ। কৃষিক্ষেত্রে যুক্ত দেশের কৃষিক্ষেত্রে। এতেই স্পষ্ট যে, ভারতে কর্মসংস্থানে তেমন আহামরি যোগদান নেই আদানি গোষ্ঠীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -