Shane Warne: প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা শেন ওয়ার্নের সেরা স্পেলগুলো

Shane Warne Update: বল অফ দ্য সেঞ্চুরির মালিক শেন ওয়ার্ন। ১৯৯৩-৯৪ মরসুমে অ্যাশেজের প্রথম বলেই আনপ্লেয়েবল বল করেন কিংবদন্তি অজি লেগ স্পিনার।

শেন ওয়ার্ন

1/8
গত বছর ৪ এপ্রিল প্রয়াত হয়েছিলেন শেন ওয়ার্ন। আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ রেখে গিয়েছিলেন কিংবদন্তি এই লেগস্পিনার। মৃত্যুর এক বছর পর শেন ওয়ার্নের অনন্য কীর্তিগুলাে একবার দেখে নেওয়া যাক।
2/8
বল অফ দ্য সেঞ্চুরির মালিক শেন ওয়ার্ন। ১৯৯৩-৯৪ মরসুমে অ্যাশেজের প্রথম বলেই আনপ্লেয়েবল বল করেন কিংবদন্তি অজি লেগ স্পিনার।
3/8
লেগস্ট্যাম্পের থেকে বল এতটাই টার্ন করে, যে অফস্ট্যাম্পের বেল নাড়িয়ে দেয়। সেই সময় ২৩ বছর বয়স ছিন ওয়ার্নের।
4/8
ওয়ার্ন বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা লেগস্পিনার হিসেবে বিবেচিত হন। টেস্টে মোট ৭০৮ উইকেট নিয়েছেন তিনি। ওয়ান ডে ফর্ম্যাটে মোট ২৯৩ উইকেট নিয়েছেন ওয়ার্ন।
5/8
১৬ বছরের টেস্ট কেরিয়ারে ব্যাট হাতে মোট ৩১৫৪ রান করেছেন ওয়ার্ন।
6/8
১৯৯০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কিংবদন্তি এই লেগি।
7/8
২০১৩ সালে সরকারিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শেন ওয়ার্ন।
8/8
আইপিএলের প্রথম সংস্করণে ওয়ার্নের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮ সালে।
Sponsored Links by Taboola