বাউল পরিবারে অমিতের মধ্যাহ্নভোজের মেনুতে ভাতের সঙ্গে মুগের ডাল থেকে শুরু করে আলুপোস্ত
রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে আজকের মেনুতে ছিল ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাউল পরিবারে মধ্যাহ্নভোজে অমিত শাহর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়।
লম্বা বারান্দার একদিকে মাটিতে করা হয় খাওয়ার ব্যবস্থা। কাঠের ছোট চৌকির ওপর মাটির থালায় কলাপাতায় খাওয়াদাওয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্যালাড, টোম্যাটোর চাটনি, পায়েস, টক দইয়ের সঙ্গে শাহি মেনুতে ছিল নলেন গুড়ের রসগোল্লাও।
মধ্যাহ্নভোজে অংশ নেন দিলীপ ঘোষ, রাহুল সিংহ, অনুপম হাজরা সহ বিজেপি নেতারা।
নিজের হাতে পায়েস রান্না করেন খোদ বাউল শিল্পী বাসুদেব দাস।
রাজনীতির উত্তাপে উষ্ণ শান্তিনিকেতন। আজ শান্তিনিকেতনে বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -