100 Crore Vaccinations Landmark: তেরঙ্গায় সাজল আগ্রা ফোর্ট থেকে ফতেপুর সিক্রি, করোনা ভ্যাকসিনের ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণের উদযাপন
করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত। মোট ১০০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়ে গেল এদেশে আজই। সেই উপলক্ষে এদিন দেশের ১০০টি মনুমেন্ট তেরঙ্গায় সাজল। মদন মোহন মন্দিরেও সেই শোভা দেখা গেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারত ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিশেষ মাইলস্টোন ছুঁয়ে ফেলার সাথে সাথেই হবে মেগা সেলিব্রেশন এমনটাই জানান হয়েছিল। গোবিন্দ দেবের মনুমেন্টও সাজল তিন রঙে।
আগ্রা ফোর্টেও দেখা গেল সেই শোভা।
আগ্রার ফতেপুর সিক্রিতে এই রূপ দেখা গেল।
আকবর সিকন্দরা মনুমেন্টকেও এভাবে সাজান হয়েছে।
বিষ্ণু মন্দিরকেও তেরঙ্গা রঙে সাজান হয়।
আইজলের এএসআই অফিসও সাজে তেরঙ্গায়।
ভুবনেশ্বরী মন্দিরকেও করোনা সেলিব্রেশনের উদযাপনে ভাগীদার করা হয়।
বীরভদ্র স্বামী মন্দিরও সাজল তেরঙে।
অন্ধ্রপ্রদেশের পুরোনো ফোর্টও সেজে উঠেছে দেশের পতাকার রঙে।
চন্দ্রগিরির লোয়ার ফোর্টও তেরঙ্গে সেজেছে।
শ্রীকাকুলাম গ্রামও তেরঙ্গে সেজে উঠেছে।
দেশের নানা প্রান্তে আজ তেরঙ্গা ছোঁয়া
মহারাষ্ট্রের আহমেদগড়ের মনুমেন্টেও উদযাপনের ছোঁয়া।
ঔরঙ্গাবাদের রাবিয়া দৌরানির মনুমেন্টকেও সাজান হল তিন রঙে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -