Ram Lalla: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী
অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির। ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালা দর্শনের জন্য অযোধ্যায় উপচে পড়ছে ভিড়। মাইসোরের শিল্পী অরুণ যোগীরাজের হাতে তৈরি রামলালার মূর্তিতেই হয়েছে প্রাণ প্রতিষ্ঠা। এবার সেই মূর্তির আরও কিছু ছবি শেয়ার করেছেন শিল্পী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকালো পাথরে তৈরি মূর্তি। কপালে তিলক, হাতে তির-ধনুক। মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা, চওড়ায় ৩ ফুট। ওজন প্রায় ২০০ কেজি। ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে।
রামলালার মূর্তির চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতার--মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। মূর্তির একদিকে রয়েছেন হনুমান ও অপর দিকে রয়েছেন গরুড়। রামলালার মূর্তির যে মুকুট রয়েছে তাতে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা রাখা হয়েছে।
একটি কৃষ্ণশিলা দিয়ে এটি গড়া হয়েছে। সূত্রের খবর, রাম মন্দিরের জন্য মন্দির কর্তৃপক্ষ তিনটি মূর্তি তৈরির বরাত দিয়েছিল। মূর্তি তৈরির জন্য নেপাল থেকে শালগ্রাম শিলা আনা হয়েছিল। কিন্তু তা মূর্তি তৈরির কাজে লাগেনি। কারণ, খোদাইয়ের সময় বারবার সেই পাথর ভেঙে যাচ্ছিল। পরে ঠিক হয় কালো পাথরের মূর্তি তৈরি হবে। রাম মন্দিরে রাখার জন্য ৩টি মূর্তির মধ্যে থেকে অরুণ যোগীরাজের তৈরি মূর্তি বেছে নেওয়া হয়েছে। বাকি ২টি বিগ্রহ মন্দিরের অন্যত্র স্থান পাবে। যে বেদিতে রামলালা থাকবেন, সেটি ৩.৪ ফুট উঁচু। তৈরি মাকরানা পাথর দিয়ে।
গরুড়ের মূর্তিও তৈরি রয়েছে। যা মূর্তির একদিকে রয়েছে। সেই মূর্তি নিজের X হ্যান্ডেলে শেয়ার করেছেন শিল্পী অরুণ যোগীরাজ।
মোদির হাতে প্রাণ প্রতিষ্ঠা রয়েছে রামলালার। অর্ঘ্য দিয়েছেন ভগবান রামকে। পুজোর সময়ের একটি মূহূর্ত।
কৃষ্ণপাথরের মূর্তিকে অপরূপ সাজে সাজানো হয়েছে মন্দিরে। হলুদ বস্ত্র, ফুল এবং গয়নায় সেজেছেন রামলালা।
প্রাণপ্রতিষ্ঠার পর থেকেই অযোধ্যায় রামলালা দর্শনের জন্য ভিড়ের ঢল নেমেছে। উদ্বোধনের পরেরদিন দর্শন ঘিরে হুলুস্থুল হয়। তারপর নিরাপত্তা আরও বাড়িয়ে ভিড় সামলানোর ব্যবস্থা করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -