Arvind Kejriwal: কুঠুরি ঝাঁট দিচ্ছেন নিজেই, দেখছেন হিন্দি ছবি, তিহাড়ে মাঝেমধ্যেই অস্থির হয়ে পড়ছেন কেজরিওয়াল

Tihar Jail: তিহাড়ে কেমন আছেন অরবিন্দ কেজরিওয়াল? সামনে এল রোজনামচা। -ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

1/10
গ্রেফতার হওয়ার পর নয় নয় করে দুই সপ্তাহ কেটে গিয়েছে। এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে কেমন কাটছে তাঁর, সামনে এল খুঁটিনাটি।
2/10
তিহাড়ের ২ নম্বর জেলে রয়েছেন কেজরিওয়াল। ছোট্ট কুঠুরিতে অসুবিধে হলেও, মুখফুটে কাউকে কিছু বলেননি তিনি। বরং বই পড়ে, সিনেমা দেখে সময় কাটাচ্ছেন বলে খবর।
3/10
জেল সূত্রে খবর, কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছে কেজরিওয়ালকে। জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন তিনি।
4/10
সকালে উঠে যোগব্যায়াম করেন কেজরিওয়াল। চা-পাউরুটি খাওয়ার পর পায়চারি করেন কিছু ক্ষণ। নিজের কুঠুরি নিজেই ঝাঁট দেন কেজরিওয়াল।
5/10
জেলের কুঠুরিতে দেওয়ালে একটি টিভি লাগানো রয়েছে। কিন্তু বসার কোনও চেয়ার বা টুল নেই। দাঁড়িয়েই কেজরিওয়াল টিভি দেখেন। বিশেষ করে হিন্দি ছবি দেখেন তিনি।
6/10
জেল সূত্রে খবর, মাঝে মধ্যে খুবই অস্থির হয়ে পড়েন কেজরিওয়াল। এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকেন। হঠাৎ করেই বসে পড়েন নিজের বিছানায়। কোনও বই নিয়ে পড়তে শুরু করে দেন।
7/10
গত ১ এপ্রিল তিহাড়গমন হয় কেজরিওয়ালের। ১৫ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকার কথা। জেলে ওষুধপত্রের সঙ্গে ‘রামায়ণ’, ‘মহাভারত’ এবং ‘How Prime Ministers Decide’-এই তিনটি বই নিয়ে গিয়েছেন।
8/10
কেজরিওয়ালের ডায়বিটিসের সমস্যা রয়েছে। জেলে দু’বার এক আবাসিক চিকিৎসক তাঁর রক্তচাপ মেপে দেখেন, পরখ করা হয় রক্তে শর্করার মাত্রাও।
9/10
আম আদমি পার্টির দাবি, গ্রেফতার হওয়ার পর থেকে এখনও পর্যব্ত ৪.৫ কেডি ওজন কমে গিয়েছে কেজরিওয়ালের। তবে জেলসূত্রের দাবি, কেজরিওয়ালের স্বাস্থ্যে তেমন কোনও পরিবর্তন ঘটেনি।
10/10
এক কারা আধিকারিক জানান, রক্তচাপ স্বাভাবিক রয়েছে কেজরিওয়ালের। শর্করার মাত্রাও স্বাভাবিক রয়েছে। ৬৫ কেজি ওজন আপাতত। তেমন কোনও পরিবর্তন নেই।
Sponsored Links by Taboola