Maharishi Valmiki: আদি কবির জাত নির্ধারণে গড়া হয় সরকারি কমিটিও, বাল্মীকির রামায়ণের রয়েছে একাধিক সংস্করণ
অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হল। সামনের মাসে রামমন্দিরের উদ্বোধন। তার আগে শনিবার নবনির্মিত বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরামজন্মভূমি অযোধ্যায় ‘রামায়ণে’র স্রষ্টা বাল্মীকির নামে নামকরণ হল বিমানবন্দরটির। রামায়ণের সর্বপ্রাচীন সংস্করণ তাঁর হাতেই। রত্নাকর দস্যু থেকে তাঁর বাল্মীকি হওয়ার আখ্যান প্রায় মুখস্থ। ছবি: সংগৃহীত।
কিন্তু এর বাইরে বাল্মীকি সম্পর্কে অনেক কম জানি আমরা। এমনই কিছু অজানা তথ্য জেনে নিন। ছবি: সংগৃহীত।
বাল্মীকি ‘আদি কবি’ নামেও পরিচিত। সংস্কৃত ভাষার আদি অর্থাৎ প্রথম কবি হিসেবে গন্য হন তিনি।সংস্কৃত ভাষায় লেখা প্রথম মহাকাব্য অর্থাৎ ‘আদি কাব্য’ হিসেবে গন্য হয় ‘রামায়ণ’ও। ছবি: সংগৃহীত।
যদিও গবেষণায় দেখা গিয়েছে, ‘মহাভারত’ ‘রামায়ণে’র চেয়েও প্রাচীন হওয়ার সম্ভাবনা বেশি। ‘রামায়ণে’র ভাষা অনেক ঝকঝকে, সেই অনুযায়ী ‘মহাভারতে’র ভাষা অনেক বেশি সাবেকি। খ্রিস্টপূর্ব প্রথম শতকের মাঝামাঝি সময়ে ‘মহাভারত’ লেখা হয়ে থাকতে পারে বলে মনে করেন গবেষকদের একাংশ। আর একটি অংশের মতে, খ্রিস্টপূর্ব অষ্টম শতকে সেটি লেখা হয়ে থাকতে পারে। ছবি: সংগৃহীত।
‘রামায়ণে’র সাতটি কাণ্ডের একটিতে বাল্মীকি নিজেও আবির্ভূত হন। আদি বা বালকাণ্ড এবং উত্তরকাণ্ডের যথাক্রমে প্রথম এবং শেষ অধ্যায়ে রয়েছেন তিনি। বালকাণ্ড শুরুই হচ্ছে বাল্মিকী এবং নারদের কথোপথন দিয়ে। উত্তরকাণ্ডে বাল্মীকির আশ্রমেই আশ্রয় নেন সীতা। লব-কুশের জন্মও সেখানে। গবেষকদের একাংশের মতে, এই দু’টি কাণ্ডই পরবর্তীতে যুক্ত করা হয় মূল কাব্যের সঙ্গে। ছবি: সংগৃহীত।
‘রামায়ণে’র একাধিক সংস্করণ রয়েছে। ভারতে তো বটেই, ভারতের বাইরেও। বাল্মীকি ‘রামায়ণে’র আসল স্রষ্টা হলেও, তাঁর রচিত ‘রামায়ণে’র থেকে তুলসীদাসের ‘রামচরিতমানস’ বেশি জনপ্রিয়। ষোড়শ শতকে ভক্তিকবি তুলসীদাস সংস্কৃতের পরিবর্তে অওধি ভাষায় সেটি লেখেন। ছবি: সংগৃহীত।
বর্তমানে উৎসবের মরশুমে যে ‘রামলীলা’ মঞ্চস্থ হয়, তা ‘রামচরিতমানস’ থেকেই। বাল্মীকি তুলসীদাস হিসেবে পুনর্জন্ম গ্রহণ করেন বলেও বিশ্বাস করেন কেউ কেউ। ছবি: সংগৃহীত।
বাল্মীকির জাত নিয়েও নানাজনের নানা মত রয়েছে। দেশের তফসিলি মানুষের অনেকে বাল্মিকীর উত্তরাধিকার বলে নিজেদের দাবি করেন। আবার কিছু নথিতে তাঁকে ব্রাহ্মণ বলে উল্লেখ করা হয়েছে। কন্নড় সাহিত্যিক ‘বাল্মীকি ইয়ারু?’ (বাল্মীকি কে) বইয়ে আদি কবিকে ব্রাহ্মণ বলে উল্লেখ করা হয়, যাতে প্রতিবাদ জানায় নাবিক সম্প্রদায়। শেষে ২০১৬ সালে কর্নাটক সরকার ১৪ সদস্যের একটি কমিটি গঠন করে, শুধুমাত্র বাল্মীকির জাত নির্ধারণের জন্য। ছবি: সংগৃহীত।
কুখ্যাত রত্নাকর ডাকাত ছিলেন যিনি, এক ব্রাহ্মণের সংস্পর্শে এসে তিনিই পরে সাধক বাল্মীকি হন। ছবি: সংগৃহীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -