Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Assam Floods: ভারী বৃষ্টিতে উল্টে গেল আস্ত ট্রেন, বানভাসি অসমে প্রবল বিপর্যয়
প্রবল ঝড় বৃষ্টি, তার সঙ্গে ব্যাপক ধস। বিপর্যস্ত প্রতিবেশী রাজ্য অসম। ভারী বৃষ্টিপাতের কারণে জাতীয়সড়ক এবং পাঁচটি রাজ্যসড়ক ক্ষতিগ্রস্ত। বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ নেই। ছবি সৌজন্যে- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারী বৃষ্টি এবং বন্যার জেরে ২০ জেলার ২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। ছবি সৌজন্যে- পিটিআই
ধসের জেরে হাফলং এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। কাছাড় জেলায় বন্যা জেরে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ছবি সৌজন্যে- পিটিআই
বন্যা এবং ধসের জেরে প্রায় ১ লক্ষ ৯৭ হাজার ২৪৮ জনের ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, কাছাড় এবং হোজাই জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ছবি সৌজন্যে- পিটিআই
আশঙ্কা উস্কে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় বাঁধ ভেঙেছে। বেশ কিছু এলাকায় রাস্তা, সেতু ও ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।ছবি সৌজন্যে- পিটিআই
রাজ্যের তরফে একটি বুলেটিনে বলা হয়েছে, ধসের জেরে ডিমা হাসাও জেলায় যোগাযোগের মাধ্যম সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। গত ১৫ মে থেকে হাফলং-এর রাস্তা এবং রেল পরিষেবা ব্যাহত হয়েছে। ছবি সৌজন্যে- পিটিআই
রাজ্য এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই তৎপরতার সঙ্গেই উদ্ধার ও ত্রাণের কাজ শুরু করেছে। ছবি সৌজন্যে- পিটিআই
রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় ৫৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ৩২ হাজার ৯৫৯ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। অন্যান্য জেলায় আরও ১২টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু রয়েছে। ছবি সৌজন্যে- পিটিআই
ভারী বৃষ্টি ও ব্যাপক ধসের জেরে অসমের ডিমা হাসাও জেলার হাফলংয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। ট্রেনে আটকে পড়া অধিকাংশ যাত্রীকে এয়ার লিফট করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।ছবি সৌজন্যে- পিটিআই
রেললাইনে কাত হয়ে পড়ে থাকা আস্ত ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে যাত্রীদের। ৪৮ ঘণ্টা আটকে থাকার পরে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেলেন ২টি ট্রেনের প্রায় ২ হাজার ৮০০ জন যাত্রী। ছবি সৌজন্যে- পিটিআই
নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জানিয়েছে, ভারী বৃষ্টি এবং ধসের জেরে গত শনিবার থেকে লামডিং-বদরপুর রুটে ১৮টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেললাইন মেরামতির কাজ ।ছবি সৌজন্যে- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -