Assam Flood: বিপদ সীমার উপরেই বইছে ব্রহ্মপুত্র, অসমে দগদগে বন্যার ক্ষত
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অসমের পরিস্থিতি। প্রশাসন সূত্রে খবর, রবিবার জল স্তর বেশ খানিকটা কমেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবরাক উপতক্যা এবং মধ্য অসমের বেশ কিছু জেলা বাদে বাকি জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়।
এদিকে, শনিবার রাতে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ASDMA) তরফে জানানো হয়েছে, ধেমাজি জেলার গোগামুখ রেভিনিউ সার্কেলে একজনের মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, চলতি বছর বন্যা, ধস, ঝড় এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে ১০৭ জনের।
রিপোর্ট অনুযায়ী, বারপেটা, কাছাড়, চিরাং, দারাং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, জোড়হাট, কামরুপ, কামরুপ মেট্রোপলিটন, করিমগঞ্জ, মাজুলি, মরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর এবং দক্ষিণ সালমারা জেলায় ৮ লক্ষ ৪০ হাজার জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কাছাড়ে বন্যায় ক্ষতির মুখে পড়েছেন দেড় লক্ষের বেশি সাধারাণ মানুষ। ধুবরি, নগাঁওতে যথাক্রমে ১ লক্ষ ২৭ হাজার এবং ৮৮ হাজার ৫০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রশাসনের তরফে ১৩ জেলায় ২২১টি ত্রাণ শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে ৭২ হাজারের বেশি সাধারণ মানুষ সেখানে রয়েছেন।
নিমাতিঘাট, তেজপুর ও ধুবড়িতে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র।
বর্তমানে, অসম জুড়ে ১ হাজার ৭০৫টি গ্রাম জলের নিচে রয়েছে। ক্ষতির মুখে পড়েছে চাষের জমিও। প্রায় ৪০ হাজার হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -