PM Surya Ghar: বাড়িতে সোলার প্যানেল, পি এম সূর্য ঘরে কীভাবে অনলাইনে আবেদন?
কেন্দ্রীয় সরকার চলতি বছর থেকে পি এম সূর্য ঘর প্রকল্প চালু করেছে। যেসব বাড়িতে মাসে ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয়, সেখানে এই প্রকল্প প্রযোজ্য। অনলাইনে কীভাবে করবেন আবেদন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Apppmsuryaghar.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার বা নীচে দেওয়া সরাসরি লিঙ্কে ক্লিক করুন। মোবাইল নম্বর লিখে, OTP দিন।
এবার নিজের রাজ্য এবং জেলা, বিদ্যুৎ বিতরণ কোম্পানি, গ্রাহক নম্বর, নাম, মেল আইডি দিতে হবে।
একইসঙ্গে ওই পেজে বিদ্যুতের বিল এবং ছাদের ছবি আপলোড করুন অথবা অন্য যে জায়গা সোলার প্যানেল ইনস্টল করা যেতে পারে সেখানকার ছবি আপলোড করতে হবে।
তারপর সব শেষে ক্যাপচা কোড লিখুন এবং সাবমিটে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে কনজিউমার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। ফর্ম অনুযায়ী 'Rooftop Solar'-এর জন্য আবেদন করতে হবে।
সম্ভাব্য অনুমোদন পেয়ে গেলে, DISCOM অনুযায়ী যে কোনও রেজিস্ট্রার্ড বিক্রেতাদের দ্বারা প্ল্যান্ট ইনস্টল করুন।
ইস্টলেশনের কাজ হয়ে গেলে প্ল্যান্টের বিশদ বিবরণ জমা দিন এবং নেট মিটারের জন্য আবেদন করুন।
নেট মিটার ইনস্টল এবং DISCOM- এর পরিদর্শন করার পরে পোর্টাল থেকে কমিশনিং সার্টিফিকেট দেওয়া হবে।
কমিশনিংয়ের রিপোর্ট পাওয়ার পর পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি বাতিল চেক জমা দিন। ৩০ দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -