Assam Flood Situation: ফুঁসছে ব্রহ্মপুত্র, বন্যায় বিপর্যস্ত অসম, প্রাণহানি অব্যাহত, নষ্ট বিঘের পর বিঘে কৃষিজমি
বর্ষা আসতে না আসতেই ফের বন্যায় বিপর্যস্ত অসম। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৫৮ জন মারা গিয়েছেন রাজ্যে। শনিবারই আরও ছ'জনের মৃত্যু হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবন্যা পরিস্থিতিতে অসমে ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় ২৪ লক্ষ। ৩৫৩৫টি গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন মানুষজন।
জল আস্তে আস্তে নামতে শুরু করেছে বলে যদিও দাবি করছে রাজ্য প্রশাসন। এখনও বহু জায়গায় ঘর-বাড়ি জলে ডুবে রয়েছে। পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে।
শনিবার বিকেল পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৫৩ হাজার ৪২৯ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় চাইছেন। ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত তাঁরা।
বন্যার প্রকোপ থেকে রেহাই পায়নি কাজিরাঙা জাতীয় অরণ্যও। সেখানে এখনও পর্যন্ত ১১৪ প্রাণীর মৃত্যু হয়েছে বলে খবর, যার মধ্যে রয়েছে ছয়টি গন্ডারও।
বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবরকম ভাবে অসমের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
অসম সরকারের দাবি, এবছর উত্তর অসমেই বন্যার প্রকোপ সবচেয়ে বেশি। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে ভারী বৃষ্টির দরুণ অসমের সমতলভূমিতে জল ঢুকেছে বলে দাবি তাদের।
শনিবার বিকেল পর্যন্ত অসমের চার জায়গায় ব্রহ্মপুত্রের জলস্তর বিপদসীমার উপরেই রয়েছে। বারাক, বুরহি দিহিং, দিখৌ, দিচাং, ধানসিড়ি নদীর জলও একাধিক জায়গায় বিপদসীমার উপরেই রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, অন্যান্য বছরের তুলনায়, এবছর জুন মাসে ১২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে অসমে। আরও প্রায় এক সপ্তাহ বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।
এবারের বন্যায় অসমের ৬৮ হাজার ৭৬৯ হেক্টর কৃষিজমি জলের নীচে চলে গিয়েছে। পরিকাঠামোর কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব নিকেশ কষা হচ্ছে। বন্যায় ৫৩টি বাঁধ ভেঙে গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -