sachin tendulkar: উইম্বলডনের মঞ্চে নজর কাড়লেন সচিন, স্টোকস, রুটদের থেকে কুড়োলেন অভিবাদন

Wimbledon 2024: আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয় সেন্টার কোর্টে আপনাকে স্বাগত জানাতে পেরে খুব ভালো লাগছে। সচিন নিজেও হাত নেড়ে হাততালি কুড়িয়ে নেন।

সচিন তেন্ডুলকর (ছবি ইনস্টাগ্রাম)

1/7
উইম্বলডনের মঞ্চে সচিন তেন্ডুলকর। বেইজ রঙের স্যুট পরিহিত, তেন্ডুলকার, তার মুখে হাসি নিয়ে, সেন্টার কোর্টে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর।
2/7
আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয় "সেন্টার কোর্টে আপনাকে স্বাগত জানাতে পেরে খুব ভালো লাগছে।' সচিন নিজেও হাত নেড়ে হাততালি কুড়িয়ে নেন।
3/7
অঞ্জলিকে নিয়ে এর আগেও বিভিন্ন সময় টেনিস প্রেমী সচিন তেন্ডুলকর কোর্টে ম্য়াচ দেখতে উপস্থিত হয়েছেন।
4/7
সচিন আলেকজান্ডার জেরেভের খেলা দেখতে উইম্বলডনের গ্যালারিতে উপস্থিত ছিলেন মাস্টার ব্লাস্টার।
5/7
টেনিস কোর্টে ক্রিকেটের কিংবদন্তিকে দেখেই প্রত্যেকে উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান।
6/7
সচিন শুধু একা নন। উপস্থিত ছিলেন বেন স্টোকস ও জো রুটও। তাঁরাও হাততালি দিয়ে বরণ করেন সচিন।
7/7
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১০০ সেঞ্চুরির মালিক সচিন। টেস্টে ৫১ ও ওয়ান ডে-তে ৪৯ সেঞ্চুরির মালিক সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক মাস্টার ব্লাস্টার।
Sponsored Links by Taboola