Assam Prohibition of Polygamy Bill: এই ধরনের বিয়েতে গেলে আপনিও আইনের চোখে দোষী! হতে পারে শাস্তিও, অসমে পাশ বহুবিবাহ নিষিদ্ধ করার বিল
সরকারের বক্তব্য , এই বিলের মূল উদ্দেশ্যই মহিলাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতা থেকে বাঁচানো।
Continues below advertisement
অসম বিধানসভায় বৃহস্পতিবার পাস হল ‘আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল, ২০২৫
Continues below advertisement
1/8
অসম বিধানসভায় বৃহস্পতিবার পাস হল ‘আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল, ২০২৫’, যার মাধ্যমে রাজ্যে বহুবিবাহকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
2/8
সরকারের দাবি, এই আইন মহিলাদের সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষার জন্য অত্যন্ত জরুরি ছিল। বিলটি পাস হওয়ার পর বহুবিবাহ এখন অসমে একটি দণ্ডনীয় অপরাধ, যার শাস্তি সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত ধার্য করা হয়েছে।
3/8
কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় আলোচনায়। এই আইনটি কেবল পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সেই বিয়েতে জড়িত ব্যক্তি, আয়োজক এবং বিবাহ সম্পন্নকারীদেরও সমানভাবে দায়ী করে।
4/8
প্রশ্ন হল, এখানে বহুবিবাহের সংজ্ঞা কী । জীবিতসঙ্গী জীবিত থাকলে, আইনগতভাবে বিচ্ছেদ হলে কিংবা বিবাহবিচ্ছেদের রায় চূড়ান্ত না হওয়া অবস্থায় কেউ যদি অন্য কারও সঙ্গে বিবাহ করেন, তাহলেই তা বহুবিবাহ হিসেবে গণ্য হবে।
5/8
যদি কোনও ব্যক্তি প্রথম বিবাহ গোপন করে দ্বিতীয় বিবাহ করে, তবে তার শাস্তি আরও বেশি হতে পারে, তার ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। সরকারের বক্তব্য , এই বিলের মূল উদ্দেশ্যই মহিলাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতা থেকে বাঁচানো।
Continues below advertisement
6/8
এই বিলের সবচেয়ে চমকপ্রদ অংশটি হল দ্বিতীয় বিয়েতে জড়িতদের শাস্তি। আইন অনুসারে, যদি কেউ জেনেশুনে সেই বিয়েতে অংশ নেয়, ভোজ খায় বা কোনোভাবে সমর্থন করে, তবে তাকেও অপরাধের সহযোগী হিসেবে গণ্য করা হবে।
7/8
ঐ ব্যক্তির ২ বছর পর্যন্ত জেল এবং এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কাজী, পণ্ডিত, আয়োজক সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুসারে, যে কোনো ব্যক্তি বহুবিবাহকে উৎসাহিত করবে বা তা করবে, তাকে দোষী সাব্যস্ত করা হবে।
8/8
এতে বিবাহ সম্পন্নকারী কাজী বা পুরোহিত, পরিবারের সদস্য, গ্রামের প্রধান বা কোনো সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ, আয়োজনকারী বা বরযাত্রী পরিচালনা করার দায়িত্বে থাকা ব্যক্তিরা অন্তর্ভুক্ত। যদি এই ব্যক্তিরা জানেন যে এটি দ্বিতীয় বিবাহ, এবং তা সত্ত্বেও তারা পুলিশকে খবর না দেন, তবে তারাও শাস্তির যোগ্য হবেন।
Published at : 29 Nov 2025 10:37 AM (IST)