Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চোখের সামনে ঝলসে মৃত্যু ১০ জনের ! কিন্তু বাকিরা জানেন না বেরোনোর চাবি কোথায়! কী ঘটেছিল মাদুরাইয়ের ট্রেনে?
লখনউ থেকে রামেশ্বরম যাচ্ছিল লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেস। তীর্থযাত্রার উদ্দেশে উত্তরপ্রদেশের একটি তীর্থযাত্রী দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাতসকালে আগুন লেগে যায় ট্রেনের একটি কামরায়। গনগনে আগুন, আকাশ ঢাকা কালো ধোঁয়া আর যাত্রীদের আর্ত চিৎকার।
মাদুরাই স্টেশনের রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকাকালীন এদিন ভোর সোয়া ৫টা নাগাদ ওই কামরায় আগুন লেগে যায়। যাত্রীদের অনেকে তখন কামরা থেকে বেরতে চাইছেন কিন্তু পারছেন না। কারণ রেলের কামরা ভিতর থেকে তালা দিয়ে আঁটা।
শনিবার সকালে ঘটে গেল ভয়াবহ এই ঘটনা। স্থানীয় জেলাশাসকের বক্তব্য অনুসারে, ওই তীর্থযাত্রী দলটি প্রাইভেট পার্টির জন্য লখনউ থেকে একটি কামরা ভাড়া নিয়েছিল।
রেলের দাবি, বেআইনিভাবে এলপিজি সিলিন্ডার নিয়ে সফর করছিলেন যাত্রীরা। সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়।
জেলাশাসকের বক্তব্য অনুসারে, ওই তীর্থযাত্রীরা ভেবেছিলেন দাঁড়িয়ে থাকা ট্রেনে যদি বাইরে থেকে কেউ উঠে পড়ে ! এই ভেবে কামরার ভিতর থেকে তালা দিয়ে দেয় কেউ। তারপরে স্টোভে বসানো হয় চা।
সেই সময়ই সিলিন্ডার বিস্ফোরণ হয়। জ্বলেপুড়ে যান ৯ জন যাত্রী। কামরার অন্যরা তখন বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
কিন্তু কোথায় চাবি কেউ জানে না। এরপর অনেক খোঁজাখুঁজির পর চাবি মেলে। বের হতে পারেন বাকি যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুসারে এই ঘটনায় অন্তত ১০ জনের ঝলসে মৃত্যু
মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। বেআইনি গ্যাস সিলিন্ডার নিয়ে কী ভাবে ট্রেনে, নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -