Atal Bihari Vajpayee: অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅটলবিহারী বাজপেয়ীর রাজনৈতিক জীবনেও ছিল নানা চড়াই উতরাই। ভারতীয় জন সঙ্ঘ হয়ে জনতা পার্টি হয়ে বিজেপি। জনতা পার্টি সরকারের বিদেশমন্ত্রী ছিলেন বাজপেয়ী।
তারপরেও বিজেপি তৈরির সময় তিনি প্রথমসারির নেতা।হিন্দু নেতা হিসেবে পরিচিত হলেও বাকিদের তুলনায় অনেকটাই আলাদা ছিলেন অটল বিহারী বাজপেয়ী।
১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে বসেন অটল বিহারী বাজপেয়ী। তবে মাত্র ১৩দিন পদে ছিলেন। কারণ সেই সরকার ভেঙে যায়।
তবে এর ঠিক দু বছরের মধ্যেই বদল আসে। ১৯৯৮ সালে কেন্দ্রে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। সেই সময়েই প্রধানমন্ত্রী পদে বসেন অটলবিহারী বাজপেয়ী।
অটলবিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বে একাধিক মাইলফলক তৈরি হয়েছে দেশে। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরির জন্য বাসে করে সেই দেশে যাওয়ার আয়োজন হয়।
বাজপেয়ীরই প্রধানমন্ত্রিত্বে কারগিলের যুদ্ধে পাকিস্তানের অনুপ্রবেশকারীদের হঠিয়ে কড়া জবাব দেয় ভারত। তৎকালীন পাক-প্রধানমন্ত্রী মুশারফের সঙ্গে আগ্রা সামিট ভেস্তে যায়।
ভারতের টেলিকম শিল্পেও বহু কাজ হয়েছে বাজপেয়ীর আমলে। নতুন টেলিকম নীতি এসেছিল সেসময়।
পরমাণু শক্তিধর হিসেবে ভারত কয়েক কদম এগিয়ে যায় তাঁর আমলে,১৯৯৮ সালে। চন্দ্রায়ন ১ প্রকল্পে পাস হয় বাজপেয়ী সরকারের আমলেই।
এমনকি পরিকাঠামোর উন্নয়নের জন্য সোনালি চতুর্ভুজ প্রকল্প এবং প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনাও আমলেই তৈরি হয়েছিল বাজপেয়ী সরকারের আমলেই ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -