অটল পেনশন যোজনার সুবিধা পাবেন না কারা? জেনে নিন নিয়ম
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর নামে পেনশন যোজনায় বিনিযোগ করলে ৬০ বছরের পর ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুবিধা রয়েছে। তবে সবাই এই সুবিধা পাবেন না। জেনে নিন তাঁরা কারা।
প্রতীকী ছবি ( সৌজন্য- গেটি)
1/9
এই প্রকল্পের নিয়ম অনুযায়ী ২০ বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলেই ৬০ বছর বয়সের পর পেনশন পাওয়া যাবে। (ছবি সৌজন্য-গেটি)
2/9
যদি কেউ দেশের নাগরিকত্ব ত্যাগ করে তাহলে তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। সেই সময় পর্যন্ত জমা টাকা সুদ সহ ফেরত পাবেন তিনি। (ছবি সৌজন্য- পিক্সাবে)
3/9
১৯৪৮ সালের কয়লাখনি প্রভিডেন্ট ফান্ড ও বিবিধ বিধান আইন, ১৯৫২ সালের ইপিএফ বা কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিল আইন, ১৯৫৫ সালের অসম চা বাগান ভবিষ্যত তহবিল ও পেনশন প্রকল্প আইন, ১৯৬১ সালের জম্মু ও কাশ্মীর কর্মচারী ভবিষ্যৎ তহবিল আইন, ১৯৬৬ সালের সীমেনস প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট অথবা অন্য কোনও সংগঠিত সামাজিক নিরাপত্তা প্রকল্পের অন্তর্ভুক্ত হলে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারবেন না। (ছবি সৌজন্য- পিটিআই)
4/9
অটল পেনশন যোজনাটি চালু করার পরে ২০২২ সালের ১ অক্টোবর থেকে এতে বিনিয়োগের নিয়মে পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার। করদাতারাদের এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন না বলে জানিয়ে দেয়। (ছবি সৌজন্য- পিক্সাবে)
5/9
এই প্রকল্পে বিনিয়োগ করতে গেলে অবশ্যই যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। না হলে পাওয়া যাবে না এই প্রকল্পের সুবিধা। (ছবি সৌজন্য-পিটিআই)
6/9
অটল পেনশন প্রকল্পটি মূলত ছোট ব্যবসায়ী বা দোকানদার, গাড়ির চালক ও অল্প রোজগার করেন এমন মানুষদের জন্য। যাঁরা অবসরের পরে রোজগার করতে পারবে না তাঁদের পেনশন দিতেই এই প্রকল্প চালু করা হয়েছে। উচ্চ আয়ের মানুষরা তাই এর সুবিধা পাবেন না।
7/9
এই প্রকল্পে কাউকে নমিনি করার বিষয়টি বাধ্যতামূলক। না করলে পাওয়া যাবে না বিনিয়োগের সুযোগ।
8/9
নিয়ম অনুযায়ী নিন্ম আয়ের মানুষ ছাড়া পাওয়া যাবে না এই প্রকল্পের সুবিধা। বেশি আয়ের মানুষদের জন্য এটি নয়।
9/9
এই প্রকল্পে বিনিয়োগ করতে গেলে ভারতীয় নাগরিক হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ৪০ বছরের বেশি হলে এতে আর বিনিয়োগ করা যাবে না। (ছবি সৌজন্য-গেটি)
Published at : 19 May 2024 09:07 PM (IST)