অটল পেনশন যোজনার সুবিধা পাবেন না কারা? জেনে নিন নিয়ম
এই প্রকল্পের নিয়ম অনুযায়ী ২০ বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলেই ৬০ বছর বয়সের পর পেনশন পাওয়া যাবে। (ছবি সৌজন্য-গেটি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদি কেউ দেশের নাগরিকত্ব ত্যাগ করে তাহলে তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। সেই সময় পর্যন্ত জমা টাকা সুদ সহ ফেরত পাবেন তিনি। (ছবি সৌজন্য- পিক্সাবে)
১৯৪৮ সালের কয়লাখনি প্রভিডেন্ট ফান্ড ও বিবিধ বিধান আইন, ১৯৫২ সালের ইপিএফ বা কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিল আইন, ১৯৫৫ সালের অসম চা বাগান ভবিষ্যত তহবিল ও পেনশন প্রকল্প আইন, ১৯৬১ সালের জম্মু ও কাশ্মীর কর্মচারী ভবিষ্যৎ তহবিল আইন, ১৯৬৬ সালের সীমেনস প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট অথবা অন্য কোনও সংগঠিত সামাজিক নিরাপত্তা প্রকল্পের অন্তর্ভুক্ত হলে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারবেন না। (ছবি সৌজন্য- পিটিআই)
অটল পেনশন যোজনাটি চালু করার পরে ২০২২ সালের ১ অক্টোবর থেকে এতে বিনিয়োগের নিয়মে পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার। করদাতারাদের এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন না বলে জানিয়ে দেয়। (ছবি সৌজন্য- পিক্সাবে)
এই প্রকল্পে বিনিয়োগ করতে গেলে অবশ্যই যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। না হলে পাওয়া যাবে না এই প্রকল্পের সুবিধা। (ছবি সৌজন্য-পিটিআই)
অটল পেনশন প্রকল্পটি মূলত ছোট ব্যবসায়ী বা দোকানদার, গাড়ির চালক ও অল্প রোজগার করেন এমন মানুষদের জন্য। যাঁরা অবসরের পরে রোজগার করতে পারবে না তাঁদের পেনশন দিতেই এই প্রকল্প চালু করা হয়েছে। উচ্চ আয়ের মানুষরা তাই এর সুবিধা পাবেন না।
এই প্রকল্পে কাউকে নমিনি করার বিষয়টি বাধ্যতামূলক। না করলে পাওয়া যাবে না বিনিয়োগের সুযোগ।
নিয়ম অনুযায়ী নিন্ম আয়ের মানুষ ছাড়া পাওয়া যাবে না এই প্রকল্পের সুবিধা। বেশি আয়ের মানুষদের জন্য এটি নয়।
এই প্রকল্পে বিনিয়োগ করতে গেলে ভারতীয় নাগরিক হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ৪০ বছরের বেশি হলে এতে আর বিনিয়োগ করা যাবে না। (ছবি সৌজন্য-গেটি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -