Mumbai Trans Harbour Link: সমুদ্রের উপরে চোখ ধাঁধানো সেতু! বিদেশ নয়, এবার ভারতেই
Atal Setu: মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ উদ্বোধন। নাম দেওয়া হয়েছে অটল সেতু।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10
দেশের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক। দেশের পরিবহন মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে এটি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে, আজ এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে অটল সেতু।
2/10
মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালের ডিসেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি। ২০২৪ সালে উদ্বোধন হয়ে যাচ্ছে সেটি। আর উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে ১২ জানুয়ারি। অত্যাধুনিক প্রযুক্তিতে এই সেতু তৈরি করা হয়েছে।
3/10
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে অটল সেতু। এটি প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এবং ৬ লেনের একটি সেতু। এই সেতুর প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ অংশ রয়েছে সমুদ্রের উপরে। সেতুর বাকি অংশ রয়েছে ভূমির উপরে।
4/10
২২ কিলোমিটার দীর্ঘ সেতুতে টোল প্লাজা রয়েছে। ফাস্টট্যাগের ব্যবস্থা যেমন থাকবে, তেমনই এইখানে টোল আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। গাড়ির নম্বরের সঙ্গে যুক্ত থাকবে অ্যাকাউন্ট, যার ফলে গাড়ি থামাতে হবে না। কেটে নেওয়া হবে টোলের টাকা।
5/10
এই সেতুটি মুম্বইকে, নভি মুম্বইয়ের সাথে সংযুক্ত করবে। অত্যন্ত দ্রুত যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। যাতে ওই দুই জায়গার মধ্যে দূরত্ব মাত্র মিনিট কুড়িতেই পেরনো যায়, এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এখন এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ২ ঘণ্টারও বেশি সময়।
6/10
এই অটল সেতু মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর এবং নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে দ্রুত সংযোগ তৈরি করবে। শুধু তাই নয়, মুম্বই থেকে পুনে, গোয়া এবং দক্ষিণ ভারতে যাতায়াতের সময়ও কমিয়ে দেবে।
7/10
মহারাষ্ট্র সরকার আশা করছে প্রতিদিন ৭০ হাজারেরও বেশি যানবাহন মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক দিয়ে যাবে। টোলের মাধ্যমে প্রতিদিন প্রায় পৌনে দুই কোটি টাকা আদায় হবে বলে মনে করা হচ্ছে।
8/10
এই সেতুর উপর যাতায়াতের জন্য বেঁধে দেওয়া হয়েছে গাড়ির সর্বোচ্চ গতি। চার চাকার গাড়ি প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। মোটরবাইক, অটোরিক্সা, ট্যাক্টর উঠতে পারবে না এই সেতুতে। সেতুতে ওঠা এবং নামার সময় গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
9/10
মুম্বই ট্রান্স হারবার লিঙ্কটি তৈরি করতে মোট ১৭৮৪০ কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং এটি দেশের দীর্ঘতম সমুদ্র সেতু।
10/10
মুম্বই ট্রান্স হারবার লিংক ব্রিজটি দক্ষিণ মুম্বাইয়ের সেউরি থেকে শুরু হবে এবং এলিফ্যান্ট আইল্যান্ডের উত্তরে থানে ক্রিক অতিক্রম করবে এবং নাভা শেভার কাছে চিরলে গ্রামে শেষ হবে। নাভা শেভা রায়গড় জেলার উরান তালুকে অবস্থিত। মোদির সফর ঘিরে সেজে উঠছে মুম্বই।
Published at : 12 Jan 2024 07:45 AM (IST)