Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ayodhya Deepostav 2024 : ২৫ লক্ষর বেশি মাটির প্রদীপ জ্বলল একসঙ্গে, অপরূপ সৌন্দর্য সরযূর তীরে, রামমন্দির উদ্বোধনের পর প্রথম দীপোৎসবে ২টি গিনেস রেকর্ড
রাম মন্দির উদ্বোধনের পর অযোধ্যায় প্রথম দীপোৎসব। আলোয় আলোয় মুড়ে দেওয়া হল উত্তরপ্রদেশের অযোধ্যা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসরযূ নদীর তীরে জ্বালানো হল ২৫ লক্ষর বেশি মাটির প্রদীপ। যা গিনেস বুকে নয়া বিশ্বরেকর্ড।(ছবিটি @myogiadityanath-এর এক্স হ্যান্ডেল থেকে নেওয়া)
এদিন অযোধ্যা মেতে উঠল অষ্টম দীপোৎসবে। উদযাপনে নেতৃত্ব দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে ছিলেন তাঁর মন্ত্রিসভার আরও অন্যান্য সদস্য।(ছবিটি @myogiadityanath-এর এক্স হ্যান্ডেল থেকে নেওয়া)
দীপোৎসবে গিনেস বিশ্ব রেকর্ডের ২টি নয়া রেকর্ডের শংসাপত্র তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে। (ছবিটি @myogiadityanath-এর এক্স হ্যান্ডেল থেকে নেওয়া)
এই রেকর্ড ২টি হল- প্রথমটি হল, একসঙ্গে সবথেকে বেশি সংখ্যক মানুষ রোটেশনে প্রদীপ জ্বালান। এর পাশাপাশি ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫টি মাটির প্রদীপ প্রদীপ জ্বালানো হয়।(ছবিটি @myogiadityanath-এর এক্স হ্যান্ডেল থেকে নেওয়া)
সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজন করে উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দফতর এবং অযোধ্যা জেলা প্রশাসন। (ছবিটি @myogiadityanath-এর এক্স হ্যান্ডেল থেকে নেওয়া)
এত সংখ্যক মাটির প্রদীপ জ্বলার পাশাপাশি লেজার ও লাইট শো আলোকিত করে তোলে গোটা সরযূ ঘাটকে। সেই সময় অপরূপ সৌন্দর্য ধরা পড়ে নদীর তীরা।
বিশেষ শব্দ ও আলোর কাজের মাধ্যমে রামলীলার গল্পকথা তুলে ধরা ইভেন্টে। যা উপস্থিত সকলের নজর কাড়ে।
১৪ বছরের বনবাস শেষ করে প্রভু রামের অযোধ্যায় প্রত্যাবর্তন উদযাপন করতে ৫ দিনের দীপোৎসব পালন করা হয়।
দীপোৎসব উপলক্ষে ১৮টি ট্যাবলোও বের করা হয়। যার মাধ্যমে প্রভু রামের জীবনের উল্লেখযোগ্য মুহূর্তগুলি তুলে ধরা হয়। এর তত্ত্বাবধানে ছিল রাজ্যের তথ্য ও পর্যটন দফতর।(ছবিটি @myogiadityanath-এর এক্স হ্যান্ডেল থেকে নেওয়া)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -