Ayodhya Deepotsav 2021: অযোধ্যার 'দীপোৎসব'-এ জ্বলল ১২ লক্ষ প্রদীপ, নাম উঠল গিনেস বুকে
দীপাবলির সঙ্গে জুড়ে রয়েছে রামায়ণ-কথা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাহিনি অনুসারে, লঙ্কারাজ রাবণ-বধ করে, ১৪ বছর বনবাস শেষ করে, দীপাবলির দিনই ঘরে ফেরেন সস্ত্রীক রামচন্দ্র।
দশরথ-পুত্রের ঘরে ফেরার আনন্দে আলোয় সেজে ওঠে রাম-রাজ্য অযোধ্যা।
শোনা যায়, এই সময় রাম-লক্ষ্মণকে স্বাগত জানাতে প্রদীপের মালায় সেজে ওঠে সরযূর তীর।
সেই থেকেই অধুনা উত্তরপ্রদেশের অযোধ্যাতে ধুমধাম করে দীপাবলি পালন করা হয়।
এই বছরও ঘটেনি ব্যতিক্রম।
অজস্র দীপের মালায় নয়নাভিরাম সাজে সেজে ওঠে অযোধ্যা।
গত বছরের মতো এই বছরেও রাজকীয় দীপোৎসবের আয়োজন করে যোগী সরকার।
সেখানে জ্বালানো হয় ১২ লক্ষ মাটির প্রদীপ। চারিদিক ঝলমলিয়ে ওঠে ঐশ্বরিক সাজে।
এই বছর অযোধ্যার মুকুটে জুড়ল নয়া পালক।
সর্বাধিক প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Record) জায়গা করে নিয়েছে অযোধ্যা।
এই ১২ লক্ষ প্রদীপের মধ্যে সরযূ-ঘাটেই জ্বালানো হয় ৯ লক্ষ প্রদীপ।
বাকি ৩ লক্ষ প্রদীপ জ্বালানো হয় অযোধ্যার মন্দিরগুলিতে।
১৫টি বিশ্ববিদ্যালয়, ৫টি কলেজের পড়ুয়া, ৪৫টি স্বনিযুক্তি গোষ্ঠী থেকে ১২ হাজার স্বেচ্ছাসেবক দীপোৎসবে অংশ দেন।
দীপোৎসবে আয়োজন করা হয় লেজার শোয়েরও।
সরযূর তীরে আলো-শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় রামায়ণের কাহিনি। হাজির ছিলেন স্বয়ং যোগী আদিত্যনাথ।
শ্রীলঙ্কা ও রাজধানী দিল্লি থেকে শিল্পীরা এতে পারফর্ম করেন। দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
গত বছর, ৫ লক্ষ ৮৪ হাজার ৩৭২ টি প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়েছিল যোগীরাজ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -