Kali Puja 2021 : কালীপুজোয় শুভেচ্ছাবার্তা পাঠাতে ব্যবহার করতে পারেন এই বিখ্যাত পংক্তিগুলি
কালীপুজো মানে শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ অন্ধকার থেকে আলোয় উত্তরণ। সেই কথা মাথায় রেখেই আপনার কালীপুজোর শুভেচ্ছা বার্তাতে উঠে আসুক অন্ধকার থেকে আলোর পথে উত্তোরণের বার্তা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজগতে কল্যাণ এবং শান্তিস্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ কালীপুজোর শুভেচ্ছায় লিখুন ..' আরো আলো, আরো আলো এই নয়নে, প্রভু, ঢালো।' ...এতো ঈশ্বরের উদ্দেশে চিরন্তন চাওয়া।
মা-কালীকে স্মরণ করে শুভেচ্ছা বার্তায় লিখুন 'অজ্ঞান মোর স্বভাব থেকে, তোর ভবে তুই নে মা ডেকে জ্ঞানো চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী।'
'অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব-বিরোধ-মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো।' রবীন্দ্রনাথের গানেই শুভেচ্ছা জানাতে পারেন দীপাবলি উৎসবের।
' কালী, তুই প্রলয়রূপিণী, আয় মা গো আয় মোর পাশে । সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে, কাল-নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারি কাছে আসে ।' এই লাইনগুলি স্বামী বিবেকানন্দের “Kali The Mother” কবিতার বঙ্গানুবাদ থেকে নেওয়া। যা https://media.belurmath.org/ থেকে প্রাপ্ত। কালীপুজোয় শুভেচ্ছা জানাতে এর থেকে ভাল লাইন কীই বা হতে পারে।
'অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়' - অমাবস্যার অন্ধকারে পথ দেখাতে পারেন তো মা কালীই । শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারেন এই লাইনগুলিও।
অন্ধকার থেকে আলোয় উত্তরণ। যুগ যুগ ধরে পুরাণ বা ধর্মগ্রন্থ বলে আসছে এমনই বোধের কথা৷ কার্তিক অমাবস্যা তিথিতে দেবী কালীর পূজা সেই বোধেরই মূর্তরূপ৷। আপনার শুভেচ্ছা বার্তায় লিখুন , 'আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আভরণ'
কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন''...শ্যামা-মাকে এই গানেই বন্দনা করেন অনেকে। আপনার শুভেচ্ছা বার্তাতেও থাকতেই পারে এই লাইনগুলি।
ইংরেজিতে লিখতে চাইলে লিখুন, 'May Maa Kali, Bring Joy to You and Your Loved Ones, Jay Maa Kali'
একই সঙ্গে দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানাতে লিখুন, 'Wishing everyone a Happy Diwali and Kali Puja 2021!'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -