Ayodhya Ram Mandir: উপচে পড়ছে মন্দিরের কোষাগার, ১১ দিনে কত অনুদান রামলালার চরণে ?
২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম জন্মভূমি অযোধ্যায় বহুপ্রতীক্ষিত রামলালার মন্দিরের। প্রাণ প্রতিষ্ঠার পরের দিনেই মন্দিরের কোষাগারে উপচে পড়েছে ভক্তদের ভালবাসা। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাণপ্রতিষ্ঠার পরের দিনেই অনলাইনে ৩ কোটি টাকা অনুদান জমা পড়েছিল মন্দিরের কোষাগারে। মন্দির উদ্বোধনের পর থেকেই মন্দির চত্বরে মোট ১০টি কাউন্টার খোলা হয়েছে অনুদান দেওয়ার জন্য। এছাড়া অনলাইনেও ভক্তরা অনুদান দিতে পারছেন। ছবি- পিটিআই
ইতিমধ্যে প্রায় ২৫ লক্ষ ভক্ত রামলালার দর্শন করেছেন। রামজন্মভূমি তীর্থক্ষেত্রে ১১ দিনে মোট ১১ কোটি টাকা অনুদান জমা পড়েছে। ছবি- পিটিআই
এর মধ্যে ৮ কোটি টাকা কাউন্টারেই জমা হয়েছে আর অনলাইনে মোট ৩.৫০ কোটি টাকা জমা করেছেন ভক্তরা। জানা গিয়েছে, কাউন্টারে অনুদানের টাকা গোনা ও তার হিসেব রাখার জন্য ১৪ জন কর্মচারীকে রাখা হয়েছে। ছবি- পিটিআই
এর মধ্যে ১১ জন ব্যাঙ্ককর্মী এবং ৩ জন মন্দিরের ট্রাস্টের কর্মী। ট্রাস্টের অফিস-ইন-চার্জ প্রকাশ গুপ্তা জানিয়েছেন যে সব কাজকর্ম এখানে সিসিটিভি সার্ভেইল্যান্সের মধ্যেই চলছে। ফলে নজরদারি ব্যবস্থা তুঙ্গে। ছবি- পিটিআই
রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টি অনিল মিশ্র জানিয়েছেন প্রত্যেক দর্শনার্থী যাতে সুষ্ঠুভাবে রামলালার দর্শন করতে পারেন, সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীরা যারা কাউন্টারে ক্যাশে অনুদান দিচ্ছেন, তার হিসেব প্রতি সোমবার করা হবে বলেও তাঁর তরফে জানা গিয়েছে। ছবি- পিটিআই
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয় আধিকারিক দত্তাত্রেয় হোসাবলেও অযোধ্যা মন্দির চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন সংঘকর্মীদের এবং দর্শনার্থীদের ভালভাবে রামলালার দর্শনে সাহায্য করার উপদেশ দিয়েছেন। ছবি- পিটিআই
উদ্বোধনের দিন থেকেই ভক্তের ভিড় লেগেই রয়েছে রামমন্দিরে। প্রাণ প্রতিষ্ঠার পরের দিনেই মন্দিরে উপস্থিত হয়েছিলেন প্রায় ৫ লক্ষ দর্শনার্থী। তারপর এই সংখ্যাটা ক্রমেই বেড়েছে। ছবি- পিটিআই
উদ্বোধনের দিন ভিড়ের চাপ সামলাতে পারেনি অযোধ্যা পুলিশ। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছিল ভক্তরা আর সেই জন্য মন্দির বন্ধ রাখার ঘোষণাও করা হয়েছিল। পরে যদিও ভক্তদের কথা ভেবে মন্দির দর্শনের সময়ে বদল আনা হয়। ছবি- পিটিআই
প্রকাশ গুপ্তার মতে, এখন প্রতিদিন প্রায় ২ লক্ষ দর্শনার্থী রামলালার দর্শন করতে আসেন অযোধ্যায়। তবে নিরাপত্তা ব্যবস্থা এখনও বেশ কড়া। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -