Ram Mandir Inauguration: পাশাপাশি আলিয়া-রণবীর ও ক্যাটরিনা-ভিকি, ছেলেকে নিয়ে অমিতাভ, অযোধ্যায় আয়ুষ্মানও
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন আজ। সেই উপলক্ষে কার্যতই চাঁদের হাট বসল মন্দির চত্বরে। বড়, ছোট, মাঝারি, বলিউডের তাবড় তারকারা অংশ নিলেন রামমন্দির উদ্বোধন এবং 'রামলালা'র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। মায়ানগরীতেও ভোররাত থেকে শোরগোল। বিমানবন্দরে তারকাদের আনাগোনা লেগে ছিল সকাল থেকেই। মাধুরী দীক্ষিত এবং শ্রী রাম নেনেও রওনা দেন ভোর ভোরই।
'রামায়ণ' নিয়ে নৃত্যানুষ্ঠানের পর এদিন সকালে অযোধ্যায় মন্দির চত্বরে দেখা যায় হেমা মালিনীকেও। বিজেপি-র সংসদও তিনি।
ঢের আগেই অযোধ্যা পৌঁছে যান কঙ্গনা রানাউত। পুজো-অর্চনা সারেন হনুমান মন্দিরে। মন্দির ঝাঁট দিতেও দেখা যায় তাঁকে।
অযোধ্যায় 'ফ্যাশন' ছবির পরিচালক মধুর ভাণন্ডারকরের সঙ্গেও দেখা হয় কঙ্গনার। দু'জনে হাসিমুখো পোজ দেন ক্যামেরার সামনে।
অমিতাভ বচ্চনও অযোধ্যার উদ্দেশে রওনা দেন এদিন সাতসকালে। অনেক আগেই তাঁর কাছে পৌঁছে গিয়েছিল আমন্ত্রণপত্র।
অযোধ্যার মন্দির চত্বরে অমিতাভের পাশে দেখা যায় ছেলে অভিষেক বচ্চনকেও। তবে ঐশ্বর্যা রাই বচ্চন বা জয়া বচ্চনকে দেখা যায়নি।
দক্ষিণের তারকা, চিরঞ্জীবী এবং রামচরণও অযোধ্যা পৌঁছে যান। তাঁদের ছেঁকে ধরেন অনুরাগীরা।
পূর্বপুরুষের পুণ্যেই অযোধ্যা আসার আমন্ত্রণ পেয়েছেন বলে জানান অভিনেতা মনোজ জোশী। আজ অযোধ্যায় দেখা গেল তাঁকেও।
পরিচালক রোহিত শেট্টির সঙ্গে অযোধ্যা রওনা দেন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। ছোট্ট রাহাকে যদিও নিয়ে যাননি তাঁরা।
সকাল সকাল সনাতনী সাজে অযোধ্যা রওনা দেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল।
স্ত্রী তাহিরাকে দেখা যায়নি পাশে। তবে আয়ুষ্মান খুরানাও অযোধ্যা রওনা দেন।
অযোধ্যায় পৌঁছে গিয়েছেন 'তালাইভা' রজনীকান্তও। একাই রওনা দেন তিনি।
অনুপম খেরকেও অযোধ্যায়র মন্দির চত্বরে দেখা গিয়েছে। কপালে গেরুয়া তিলক, মাথায় গেরুয়া পাগড়ি বেঁধে দেখা যায় তাঁকে।
অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের সঙ্গে দেখা যায় শিল্পপতি অনিল আম্বানিকেও।
অভিনেতা বিবেক ওবেরয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে অভিনয় করেছিলেন। তিনি পৌঁছেছেন অযোধ্যায়। তাঁর পাশে দেখা গেল শিল্পী সোনু নিগমকেও। পরিচালক বিধু বিনোদ চোপড়াও পৌঁছে গিয়েছেন অযোধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -