Ambani Family in Ayodhya: অযোধ্যায় সনাতনী সাজে হাজির আম্বানি পরিবার, মুকেশ বললেন, ‘আজ দেশে অকাল দীপাবলি’
পারিবারিক অনুষ্ঠান হোক বা উৎসব, জমকালো আয়োজনের জন্য বরাবরই পরিচিত আম্বানি পরিবার। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের আগে মুম্বইয়ে তাঁদের প্রাসাদোপম ‘অ্যান্টিলিয়া’ও সেজে উঠেছিল আলোকসজ্জায়। ছবি: পিটিআই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানেও নজর কাড়লেন আম্বানি পরিবারের সদস্যরা। পরিবারের সকলে একসঙ্গে হাজির হন ‘রামলালা’র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হতে দেখতে। ছবি: পিটিআই।
রবিবার সকালে অযোধ্যার রামমন্দিরে পৌঁছন শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি। লাল শাড়িতে সনাতনী সাজ ছিল নীতার। মুকেশের পরনে ছিল সাদা কুর্তা, তার উপর নস্যি রংয়ের হাতকাটা জ্যাকেট। ছবি: পিটিআই।
অনুষ্ঠানস্থলে পৌঁছে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন মুকেশ এবং নীতা। ছেলে এবং বউমার সঙ্গেও আলাদা ভাবে কথা বলতে দেখা যায় নীতাকে। মুকেশ বলেন, “২২ জানুয়ারী গোটা দেশ আজ অকাল দীপাবলি পালন করছে।” ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
পুজো-অর্চনা চলাকালীন দর্শকাসনে একেবারে সামনের সারিতে ছিলেন মুকেশ এবং নীতা। নিবিষ্ট চিত্তে পুজো-অর্চনা দেখেন তাঁরা। মাঝে মধ্যে নিজেদের মধ্যে কথাও বলেন। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
অনুষ্ঠানস্থলে একসঙ্গে পৌঁছন আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা। হালতা গোলাপি শাড়ি, খোঁপায় জড়ানো ফুল, মিষ্টি সাজ ছিল শ্লোকার। আকাশের পরনে ছিল ফিকে নীল রংয়ের কুর্তা এবং উপরে সাদা রংয়ের হাতকাটা জ্যাকেট। ছবি: পিটিআই।
বলিউড তারকা আলিয়া ভট্ট, রণবীর কপূর, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলদের সঙ্গে হাসিমুখে ছবিও তুলতে দেখা যায় আকাশ এবং শ্লোকাকে। আকাশ বলেন, “আজকের দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” ছবি: ট্যুইটার থেকে সংগৃহীত।
রামমন্দিরের উদ্বোধনে এদিন অংশ নেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিও। তবে বাগদত্তা রাধিকা মার্চেন্টও ছিলেন কিনা জানা যায়নি। ছবি: পিটিআই।
অনেক দিন পর জনসমক্ষে দেখা যায় মুকেশের ভাই অনিল আম্বানিকেও। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, চিরঞ্জীবী এবং রামচরণের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি। ছবি: পিটিআই।
মুকেশ ও নীতা-কন্যা ইশা আম্বানিও এদিনের অনুষ্ঠানে শামিল হন। স্বামী আনন্দ পিরামলও ইশার পাশেই ছিলেন। ইশা জানান, অনুষ্ঠানে শামিল হতে পেরে খুশি তিনি। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -