Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ayodhya Ram Mandir: এগিয়ে আসছে রাম মন্দিরের উদ্বোধনের দিন, সম্পূর্ণ নকশা বানিয়েছেন কে ?
চলতি বছরের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। আর বলাইবাহুল্য এনিয়ে গোটা দেশেই উৎসাহ তুঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅযোধ্যার মন্দির প্রায় সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন শুধু সাধারণ মানুষের জন্য খোলার অপেক্ষায়।
তবে যে মন্দিরকে ঘিরে এত চর্চা সারাদেশে, সেই রামমন্দির নকশা প্রস্তুত করেছেন ডিজাইনার চন্দ্রকান্ত সোমপুরা।
ডিজাইনার চন্দ্রকান্ত সোমপুরার একের পর এক প্রজন্ম মন্দির নকশা করে আসছে।
সোমপুর পরিবার এখন পর্যন্ত দেশের অনেক বড় মন্দিরের নকশা করেছে। যার মধ্যে রয়েছে গুজরাটের সোমনাথ মন্দির এবং বিড়লা মন্দিরও।
রাম লালার জন্য় প্রচুর উপহার আসছে নেপাল থেকে। ৩ কুইন্টাল চাল আসছে ছত্তীসগঢ় থেকে।
পটনার মহাবীর ট্রাস্ট থেকে পাঠানো হয়েছে সোনার ধনুক। রামমন্দিরে এখন শুধুই শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রত্য়েকটা বাড়ি সেজে উঠেছে একইরকম রঙে। প্রত্য়েকটা লাইটস্ট্য়ান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে।
অযোধ্য়া জুড়ে এখন শুধুই রামায়ণের থিম। পুরাণে বলা হয়, রাম লালার মাতুলালয় ছত্তীসগঢ়ের চাঁদখুড়িতে। আর নেপালের জনকপুরে জন্ম হয় সীতার।
অযোধ্য়ায় রাম-লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই দুই জায়গা থেকে আসছে প্রচুর উপহার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -