Ram Mandir Inauguration: চেক পয়েন্টে নাকা তল্লাশি, আকাশপথে নজরদারি, কড়া নিরাপত্তাব্যবস্থা অযোধ্যায়

Ram Mandir Security: আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্দির উদ্বোধনে ব্যবহার করা হবে বিভিন্ন জায়গার নদীর জল।

ছবি সৌজন্যে-পিটিআই

1/9
রাম মন্দির উদ্বোধনের আগে স্থলে, জলে, আকাশপথে চলছে নজরদারি। জনস্রোত রুখতে শনিবার রাত থেকেই অযোধ্যার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে।
2/9
রাম মন্দিরে ঢোকার জন্য VVIP এবং অন্যান্য অতিথিদের আলাদা গেট তৈরি করা হয়েছে।
3/9
যেদিকে দু-চোখ যায়, সেদিকেই আঁটোসাটো নিরাপত্তা।অযোধ্যায় ট্রেন বন্ধ, কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।
4/9
বার কোড লাগানো নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ঢোকার অনুমতিই নেই। বলতে গেলে, SPG ও কমান্ডো বলয়ে অযোধ্যানগরী।
5/9
প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে প্রহরারত স্নাইপার। শহরে ঢোকার প্রতিটা চেক পয়েন্টে নাকা তল্লাশি চলছে।
6/9
যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দিরের নজরদারিতে রয়েছে CISF.
7/9
মন্দিরকে কেন্দ্র করে ভিআইপি জোনে নজরদারি চালাচ্ছে SSF বা Special Security Force, ATS বা Anti Terrorist Squad, কমান্ডো ও SPG বা Special Protection Group.
8/9
মন্দির চত্বরের বাইরের অংশে নিরাপত্তায় দেখছে SSF, র্যাফ ও উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, লখনউ থেকে অযোধ্যা পর্যন্ত ৩৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে লখনউ-সহ ৬টি বিমানবন্দরে।
9/9
রামমন্দির চত্বরের ছাদগুলিতে রবিবার থেকেই দখল নিয়েছে Special Protection Group বা এসপিজি। অত্যাধুনিক দূরবীণে চলছে নজরদারি।
Sponsored Links by Taboola