Ram Mandir Inauguration: চেক পয়েন্টে নাকা তল্লাশি, আকাশপথে নজরদারি, কড়া নিরাপত্তাব্যবস্থা অযোধ্যায়
রাম মন্দির উদ্বোধনের আগে স্থলে, জলে, আকাশপথে চলছে নজরদারি। জনস্রোত রুখতে শনিবার রাত থেকেই অযোধ্যার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাম মন্দিরে ঢোকার জন্য VVIP এবং অন্যান্য অতিথিদের আলাদা গেট তৈরি করা হয়েছে।
যেদিকে দু-চোখ যায়, সেদিকেই আঁটোসাটো নিরাপত্তা।অযোধ্যায় ট্রেন বন্ধ, কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।
বার কোড লাগানো নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ঢোকার অনুমতিই নেই। বলতে গেলে, SPG ও কমান্ডো বলয়ে অযোধ্যানগরী।
প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে প্রহরারত স্নাইপার। শহরে ঢোকার প্রতিটা চেক পয়েন্টে নাকা তল্লাশি চলছে।
যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দিরের নজরদারিতে রয়েছে CISF.
মন্দিরকে কেন্দ্র করে ভিআইপি জোনে নজরদারি চালাচ্ছে SSF বা Special Security Force, ATS বা Anti Terrorist Squad, কমান্ডো ও SPG বা Special Protection Group.
মন্দির চত্বরের বাইরের অংশে নিরাপত্তায় দেখছে SSF, র্যাফ ও উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, লখনউ থেকে অযোধ্যা পর্যন্ত ৩৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে লখনউ-সহ ৬টি বিমানবন্দরে।
রামমন্দির চত্বরের ছাদগুলিতে রবিবার থেকেই দখল নিয়েছে Special Protection Group বা এসপিজি। অত্যাধুনিক দূরবীণে চলছে নজরদারি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -