Remembering Bappi Lahiri: 'এক পথপ্রদর্শককে হারালাম', বাপি লাহিড়ির স্মৃতিচারণায় কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা
সুরজগতে নক্ষত্রপতন। বুধবার নশ্বর থেকে অবিনশ্বর দেহে যাত্রা করলেন বাপি লাহিড়ি। বয়স হয়েছিল ৬৯ বছর। অকস্মাৎ জনপ্রিয় সঙ্গীতশিল্পীর এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সঙ্গীতজগতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাপি লাহিড়ির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শিল্পী মহলে। এই খবর পেয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি বলেন, ''বাপিদা আমার পরিবারের মতো ছিলেন। আমি কি বলব বুঝতে পারছি না।
বাপি লাহিড়ির মৃত্যুতে শোকে ভারাক্রান্ত ঋতুপর্ণা বলেন, বড় দাদার মতো ছিলেন আমার। আমি খুব ভেঙে পড়েছি এই ঘটনায়। এরকমটা কখনওই ভাবতে পারিনি। পুরো বিশ্বের কাছে একজন অনুপ্রেরণা বাপি লাহিড়ি।
অভিনেত্রীর কথায়, গানের জগতে ওঁর অবদান ভুলবে না। বাপিদা সবসময় আমাদের সঙ্গে ছিলেন, থাকবেনও।''
ঋতুপর্ণার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন বাপি লাহিড়ি। সিনেমা ছাড়াও আলাদা করে নানা অনুষ্ঠান, অ্যালবামেও কাজ করেছেন সঙ্গীতশিল্পী।
ডিস্কো কিংয়ের মৃত্যুতে তাঁকে নিয়ে একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে জনপ্রিয় হয়ে ওঠেন বাপি লাহিড়ি। একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -