Remembering Bappi Lahiri: 'এক পথপ্রদর্শককে হারালাম', বাপি লাহিড়ির স্মৃতিচারণায় কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা

Untitled_design_(8)

1/7
সুরজগতে নক্ষত্রপতন। বুধবার নশ্বর থেকে অবিনশ্বর দেহে যাত্রা করলেন বাপি লাহিড়ি। বয়স হয়েছিল ৬৯ বছর। অকস্মাৎ জনপ্রিয় সঙ্গীতশিল্পীর এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সঙ্গীতজগতে।
2/7
বাপি লাহিড়ির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শিল্পী মহলে। এই খবর পেয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি বলেন, ''বাপিদা আমার পরিবারের মতো ছিলেন। আমি কি বলব বুঝতে পারছি না।"
3/7
বাপি লাহিড়ির মৃত্যুতে শোকে ভারাক্রান্ত ঋতুপর্ণা বলেন, "বড় দাদার মতো ছিলেন আমার। আমি খুব ভেঙে পড়েছি এই ঘটনায়। এরকমটা কখনওই ভাবতে পারিনি। পুরো বিশ্বের কাছে একজন অনুপ্রেরণা বাপি লাহিড়ি।"
4/7
অভিনেত্রীর কথায়, "গানের জগতে ওঁর অবদান ভুলবে না। বাপিদা সবসময় আমাদের সঙ্গে ছিলেন, থাকবেনও।''
5/7
ঋতুপর্ণার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন বাপি লাহিড়ি। সিনেমা ছাড়াও আলাদা করে নানা অনুষ্ঠান, অ্যালবামেও কাজ করেছেন সঙ্গীতশিল্পী।
6/7
ডিস্কো কিংয়ের মৃত্যুতে তাঁকে নিয়ে একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
7/7
১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে জনপ্রিয় হয়ে ওঠেন বাপি লাহিড়ি। একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং।
Sponsored Links by Taboola